শেখ হাসিনাকে - TopicsExpress



          

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন হচ্ছে এ খবরে বর্হিবিশ্বের বাংলাদেশীদের মধ্যে তোলপাড় চলছে। জলখাবারের দোকান থেকে শুরু করে মুদিখানা, চা-কফির আড্ডা ও পরিচিত পরিমন্ডলের ঘরোয়া বৈঠকে --সবখানে একই আলোচনা; হাসিনা কার্যত নীল নকশার নির্বাচনের পাঁয়তারা করছেন আর সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনকালীন সরকারের প্রধান থেকেই কলকাঠি নাড়ার ব্যবস্থা পাকা-পোক্ত করছেন! প্রবাসীদের আশঙ্কা, দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তা প্রতিহত করা নিয়ে শ্বাপদসঙ্কুল বাংলাদেশের রাজপথে রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য। একটি শান্তিপূর্ণ ও পক্ষপাতহীন নির্বাচনের প্রশ্নে ১৬ কোটি মানুষের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়ে শঠ, কপটচারী ও বৈড়ালব্রাতি কোন ব্যাক্তি বিশেষের নষ্ট অভিলাস চরিতার্থ হতে দেয়া যায় না। --তাসের মাহমুদ, নিউইয়র্ক।
Posted on: Thu, 07 Nov 2013 12:48:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015