শেখা হাসিনাকে রিমান্ডে - TopicsExpress



          

শেখা হাসিনাকে রিমান্ডে নিলে রেশমা নাটকের মুল রহস্য উদ্ঘাটিত হবে । বি ডি আর হত্যাকান্ড থেকে ২৮শে ফেব্রুয়ারির গণহত্যা পর্যন্ত প্রধানমন্ত্রী ও দোসররা প্রতিটি ঘটনাকেই এ পর্যন্ত হজম করে ফেলেছে । এবার ক্ষমতার শেষ প্রান্তে এসে রেশমা নাটক সাজিয়ে জাতিকে বোকা বানানোর এবং হেফাজতে ইসলামের কর্মীদের হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছিল । কিন্তু সমস্ত সাঝানো নাটকের অন্তরালের কাহিনি এখন বিরিয়ে আসতে শুরু করেছে । সম্পূর্ণ সত্য জানতে এখনই শেখ হাসিনাকে রিমান্ডে নেয়া হউক ।
Posted on: Sun, 30 Jun 2013 21:32:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015