শেখ হাসিনা সরকারের মাথা - TopicsExpress



          

শেখ হাসিনা সরকারের মাথা দিনকে দিন এতটাই খারাপ হচ্ছে যে দেশের বেশিরভাগ মানুসকে হয় আটক নয়তো গুম ও খুন করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্র করছে। জনগণের মতামতের প্রতি কোন শ্রদ্ধা না দেখিয়ে কেবল নিজের ক্ষতাকে কুক্ষিগত করার জন্য হিটলারও বোধ হয় এমন ঘৃন্য খেলায় মেতে ওঠেনি। bdtomorrow.net/newsdetail/detail/200/49210 উপরের লিংকএর খবরই প্রমাণ করে শেখ হাসিনা জনগণের লক্ত পিপাসায় দিনকে দিন আরও পৈশাচিক রূপ নিচ্ছেন। শেষ পর্যন্ত তিনি যে ইতিহাসের আস্তাকুড়েঁ নিক্ষিপ্ত হচ্ছেন এখন আর তা সম্পর্কে সন্দেহ খুব কমই আছে।
Posted on: Sun, 06 Oct 2013 00:02:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015