শীতবস্ত্র বিতরন - TopicsExpress



          

শীতবস্ত্র বিতরন কর্মসুচী. এই মাসে বাংগালি হিসেবে ফেসবুক এর প্রোফাইল পিক পরিবরতন করবেন? করেন সমস্যা নাই। দেশের তেমন বড় কোন উন্নতি হবে বলে মনে হয় না। দেশপ্রেম এবার অন্য ভাবে দেখান দরকার কি বলেন? সবাই একটি করে পুরান শীতের কাপর কোন গরিব বৃদ্ধ অথবা পথ শিশু কে দিতে পারেন এতে তাদেরও লাভ হবে আপনারও অন্যের জন্নে কিছু করা হবে। আরও বেশি কিছু ও করতে পারেন। পারলে পকেট থেকে ১০০ টা টাকা শীত বস্ত্র বিতরণ করবে এমন কোন টিম কে দিতে পারেন অথবা আপনি নিজেও কিনে দিতে পারেন। ১ কোটি বাংলাদেশি যদি ১০০ টাকা করে দেন তাহলে দেখেন এই এক শীতেই ১০০ কোটি টাকার শীত বস্ত্র বিতরণ করা হয়ে যাবে। বাহ এত সহজ? হ্যাঁ আশলেই সহজ। ফেসবুক ব্যাবহার করেন কিন্তু পকেট থেকে ১০০ টাকা বের করতে পারবেন না এমন কেউ যদি থেকে থাকে তাহলে তাকে আমার কিছুই বলার নেই। এমন লক্ষ্য লক্ষ্য বাংলাদেশি মানুষ আছে যাদের দেখি দামি ব্র্যান্ড এর জিনিশপত্র নিয়া এবং উচ্চশ্রেণীর রেস্টুরেন্ট এ খেতে যায় এবং ফেসবুক এ নিওমিত সেইসব ছবি পোস্ট দেয় তাদের আশা করি কয়েক হাজার টাকা দিয়া দিলেও কোন ক্ষতি হবেনা না। তাহলে দেখুন উপরের সংখ্যাটা ১০০ কোটি থেকে ২০০ কোটি হয়াও কোন ব্যাপার না। হইছে অনেক বকবকানি এবং দিবা স্বপ্ন। এখন কাজের কথাই আসি, আমি নিজে কি করব তাই হল বড় কথা। Crazy Minions এর পক্ষ থেকে আমি ও অন্য এডমিনরা ইতিমধ্যে শীতবস্ত্র সংগ্রহ শুরু করেছি। এখন পর্যন্ত কয়েকশ মানুষের জন্য শীতবস্ত্র যোগার হয়েছে। ফেসবুক এর সকল বন্ধুদেরকে আমন্ত্রন জানাচ্ছি, তোমরা তোমাদের পুরনো ও অপ্রয়োজনীয় কাপড় নিজেরাও দিতে পার অথবা আমাদের কাছেও দিতে পার আমরা চট্রগ্রাম এর সকল এলাকাই শীতবস্ত্র বিতরণ করব। রাতের আধারে ঠাণ্ডাই কষ্ট করছে এমন মানুষ ও আমরা খুজে বের করব এবং তাদেরকে সাহাজ্জ করব। ****** তোমরা তমাদের লোকেশান বললে আমরা এসেই তোমাদের কাছ থেকে কাপড় সংগ্রহ করব। টাকা দিতে সরাসরি এসেও দিতে পার। চাইলে আমাদের সাথে মাঠেও কাজ করতে পার। যোগাযোগ কর নিচের দুটো আইডিতে। শেষ বলে কিছু নেই.... যেখানে শেষ..!! সেখানে Crazy Minions আজ Crazy Minions এর পক্ষ হতে আমি Acid Sajuid Saju এবং Arif Hridoy ফেসবুক এ সবাইকে Winter Cloth Challenge জানালাম। দেখি কার কার সাহস আছে challenge গ্রহন করার !!
Posted on: Tue, 02 Dec 2014 07:21:32 +0000

Recently Viewed Topics




© 2015