শিবিরের অবৈধ অর্থের - TopicsExpress



          

শিবিরের অবৈধ অর্থের উৎস জাতির জানা প্রয়োজন। সে অবৈধ টাকাটা কিভাবে আসে? শিবিরের সেই ক্লাস সিক্সে পড়ুয়া ছাত্র টিফিন বাচানোর টাকাটা এই অবৈধ ফান্ডে জমা করে। শিবিরের সেই মেধাবী গরিব ছাত্র তার টিউসনির টাকা এই অবৈধ ফান্ডে জমা করে। শিবিরের সেই ছাত্র শখের নতুন কাপড় কেনার টাকাটা কাপড় না কিনে এই ফান্ডে জমা করে। শিবিরের সেই ছাত্র প্রতিদিন এক টাকা দুই টাকা করে জমিয়ে সে টাকাটা এই অবৈধ ফান্ডে জমা করে। শিবিরের সেই ছাত্রটি খেয়ে না খেয়ে হেটে রিক্সা বাড়া বাছিয়ে এই অবৈধ ফান্ডে টাকা জমা করে। শিবিরের ছেলে গুলো নিজেদের বিলাসিতাকে জলান্জলি দিয়ে এই অবৈধ ফান্ডে টাকা দেয়। এভাবেই ক্ষুদ্র ক্ষুদ্র টাকা গুলো মিলিয়ে বিশাল ফান্ড হয়ে যায়। যে টাকার ফান্ড আজ বিরুধী শক্তিকে আতংকিত করে রেখেছে। উৎসর্গ-যে সকল সুশিল ও হলুদ মিডিয়া শিবিরের অবৈধ টাকার ফান্ড খুজে পাচ্ছেননা তাদের জন্য।: -Cltd
Posted on: Sun, 01 Dec 2013 08:09:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015