শিবিরের ভাইদের দৃষ্টি - TopicsExpress



          

শিবিরের ভাইদের দৃষ্টি আকর্ষণ!! ফেসবুকে শিবিরের একটি শক্ত প্লাটফর্ম তৈরি করা সময়ের দাবী । আমি ছোট্ট পরিসরে একটি উদ্যোগ নিচ্ছি । একটু খেয়াল করুন, বাস্তবে আমাদের মাঝে যতটুকু ঐক্য আছে ফেসবুকে তার ছিটেফোঁটাও নেই । দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে দশ জন ভাইয়ের লিস্ট দিচ্ছি যাঁরা বাস্তবে জামায়াত অথবা শিবির করেন । অনুরোধ থাকবে, তাঁদেরকে সর্বদা উতসাহ ও পরামর্শ দিয়ে যাবেন । মানুষ হিসেবে তাঁদের ভুল থাকতেই পারে । আপনাদের দায়িত্ব ভুলগুলো সংশোধন করে দেয়া । 1. Monjil Hasan Raju - (শিবিরের কর্মী) তাঁর অধিকাংশ স্ট্যাটাস শিবিরকে নিয়েই । 2. Abed Shahriar - (শিবিরের সাথী) সুন্দর উপস্থাপনায় অত্যন্ত চমতকার লিখেন । 3. ফখরুদ্দিন আহমদ রোকন - (শিবিরের সদস্য) । তাঁরও লেখার হাত ভাল । 4. Abu Talha - (শিবিরের সাবেক সদস্য প্রার্থী) জামায়াতের জিন্দাদিল কর্মী । 5. ফাটা-বাঁশ মুফরাদ - (শিবিরের সাথী) লেখাগুলো বেশ ইন্টারেস্টিং! 6. ব্লগার জমির চাচা - (শিবিরের সমর্থক) আম্লীগরে বাঁশ দিতে উস্তাদ । যদিও রাগ বেশী :-P 7. Shah Alam - ফেইসবুকে যাঁরা ইসলামের পক্ষে নিবেদিতপ্রাণ তাঁদের মধ্যে তিনিও একজন । তাঁর সকল পোস্ট ইসলামের আহকাম নিয়ে । 8. Shamim Reja - (শিবিরের সাথী) জাত লেখক । 9. সালাহউদ্দিন নাসিম - (শিবিরের সাবেক সদস্য) লেখার হাত ভাল । ইমাম মওদূদী সম্পর্কে খটকা লাগলে তাঁকে বলবেন । বই ইমেইলে পাঠিয়ে দেবেন তিনি । 10. Zakir Zxj - (শিবিরের সাথী) গণতন্ত্র, নারী নেতৃত্ব, হরতাল এই সকল বিষয়ে অসাধারন দখল আছে তাঁর । পরবর্তীতে আরো কয়েকজনের তালিকা দেব ইনশাআল্লাহ । ফেসবুকে শিবিরের আধিপত্য ছিল, আছে, থাকবেই ইনশাআল্লাহ!!! (পোস্টটি শেয়ার করবেন । আমাদের ভাইয়েরা যাতে দেখতে পায়)
Posted on: Tue, 08 Oct 2013 08:28:58 +0000

Trending Topics



div>

Recently Viewed Topics




© 2015