শার্ট-প্যান্ট-টাই সবই - TopicsExpress



          

শার্ট-প্যান্ট-টাই সবই নামাজের পোষাক বলে ভ্রান্ত মতবাদ :- ডাঃ জাকির নায়েক বলেন : নামায আদায়ের জন্য সবচেয়ে গ্রহনযোগ্য পোষাক হিসেবে সতরের নুন্যতম চাহিদা পুরণ করা শার্ট-প্যান্ট, কোর্ট-টাই যে কোন কিছু পরতে পারেন যেটা পরে আরাম পান ।(ভলিয়াম খন্ড নং ২, পৃষ্ঠা নং ৫৪) ইসলামের বিধানঃ- নামাযের জন্য সবচেয়ে উপযুক্ত পোষাক হচ্ছে, যা পরহেযগারীর পোষাক, কোন বিধর্মীদের পোষাকের সাথে সাদৃশ্য না হয় । রাসূল(সঃ) বলেছেন যে ব্যাক্তি যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদের দলভুক্ত । (মুসনাদে আহমদ ২/৫০) একজন মুসলমান পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের পরিচায়ক হচ্ছে, তার বাহির ও ভিতর সুন্নতের সাথে মিল থাকা । ভিতরের ঈমান-ইসলাম রক্ষার জন্যে বহ্যিক পোষাক ঢাল স্বরূপ । বাহিরে অমুসলিমদের সাথে মিল রাখে ভিতরে ইসলামের দাবি করা অযৌক্তিক । কার ভিতর ইসলাম কতটুকু আছে, তা জানা ও বলা মুশকিল । কিন্তু তার বাহ্যিক লিবাস দিয়ে কিছুটা হলেও আন্দায করা যায় । ডাঃ জাকির নায়েক সর্বদা প্যান্ট-শার্ট টাই বিধর্মী খৃষ্টানদের পোষাক-পরিধান করে থাকেন এবং তার পক্ষে উকলতী করেন । তিনি কেমন ইসলামের প্রচারক? সুতারাং তাকে অনুসরণ করার অর্থ হবে ইসলামী পোষাক বাদ দিয়ে খৃষ্টানী পোষাক প্যান্ট, শার্ট, টাই পরিধান করা, যে কোন আশেকে রাসূলই সহ্য করতে পারেনা । এক্ষেত্রে নামায পড়তে পুরুষদের জন্যে শার্ট-প্যান্ট-টাই সুন্নতী জামা লেবাস পাঞ্জাবীর সমান হতে পারে না ।(আবূ দাউদ, মিশকাত) জাবের
Posted on: Wed, 03 Jul 2013 14:25:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015