শোলাকিয়ায় মাওলানা - TopicsExpress



          

শোলাকিয়ায় মাওলানা মাসউদের ইমামতি ঘিরে সংঘাতের আশঙ্কা সরকার সমর্থক মাওলানা ফরীদ উদ্দীন মাসউদকে নিয়ে আবারো বিতর্ক তুঙ্গে উঠেছে। শাহবাগের গণজাগরণ মঞ্চের পক্ষ নিয়ে এবার বিতর্ক জড়িয়েছে দেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় ইমাম। ইতোমধ্যেই স্থানীয় মুসুল্লীদের একটি বড় অংশ তার পিছনে নামাজ পাড়া তো দূরের কথা শোলাকিয়ায় তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। অবশ্য, বিকল্প ব্যবস্থা রাখা হলেও ফরীদ উদ্দীন মাসউদের ইমামতিতেই শোলাকিয়ার ঈদ জামাতের প্রস্তুতি নিয়েছে ঈদগাহ কমিটি ও প্রশাসন। ঈদ জামাতকে ঘিরে শোলাকিয়ায় একদিকে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অন্যদিকে, ঐতিহ্যবাহী এ ঈদগাহের ইমাম পদে বিতর্কিত আলেম ফরীদ উদ্দীন মাসউদের দায়িত্ব ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ। স্থানীয়দের অভিযোগ, ২০০৯ সালে এ মাঠের নির্ধারিত ইমামকে জোর করে সরিয়ে দিয়ে রাজনৈতিক বিবেচনায় ফরীদ উদ্দীন মাসউদকে ইমাম পদে নিযুক্তির পর থেকেই মুসল্লিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। আওয়ামীঘনিষ্ঠ এ আলেমকে শোলাকিয়ার ইমাম নিয়োগ দেয়ার পর থেকেই স্থানীয় আলেমসমাজ তাকে ‘বিতর্কিত-ধর্মনিরপেক্ষ’ আখ্যা দিয়ে তার পেছনে নামাজ না পড়ার আহ্বান জানান। এরই মধ্যে এ বছর আবার মাওলানা মাসউদ শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে শোলাকিয়ার ইমাম পরিচয় দিয়ে ‘নাস্তিক ব্লগারদের’ সঙ্গে একাত্মতা পোষণ করায় কিশোরগঞ্জসহ দেশের আলেম সামাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দেশের শীর্ষ আলেমসহ আলেমসমাজ তাকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ মার্চ কিশোরগঞ্জে ইমাম ও উলামা পরিষদের এক কনভেনশন অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম এ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইমদাদিয়ায় অনুষ্ঠিত এ কনভেনশনে সর্বসম্মতিক্রমে মাওলানা মাসউদকে বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ঈদের মাঠে তাকে প্রতিহতেরও ঘোষণা দিয়ে নিন্দা জানিয়ে লিখিত প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর ফরীদ উদ্দীন মাসউদ পুলিশ পাহারায় দলীয় নেতাদের নিয়ে কিশোরগঞ্জে যান ও স্থানীয় আলেমদের হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। গত ২৫ জুলাই ‘মুসল্লি পরিষদ’ এর ব্যানারে শোলাকিয়া ঈদগাহের ইমাম পদ থেকে ফরীদ উদ্দীন মাসউদের অপসারণ দাবিতে ঈদগাহের মূল গেটে মানববন্ধন হয়। ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর মুসল্লি পরিষদ শহরের প্রতিটি মসজিদে লিফলেট বিতরণ করে। লিফলেটে লেখা হয়, ‘শোলাকিয়া ঈদগাহের ইমাম পরিচয়ে শাহবাগে নাস্তিকদের মঞ্চে গিয়ে তাদের কর্মকাণ্ডের সঙ্গে একাত্মতা পোষণ করায় নাস্তিকদের সমর্থনকারী মাওলানা মাসউদ শোলাকিয়া ঈদগাহের ইমামের পদে থাকার অধিকার হারিয়েছেন।’ ঈদের দিন ইমামতি করতে গেলে শোলাকিয়ার ঈদগাহে ফরীদ উদ্দীন মাসউদকে প্রতিহতের ঘোষণার কথাও লেখা হয়েছে লিফলেটে। এদিকে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃহত্তম এই ঈদ জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গত ৪ঠা আগস্ট কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে ঈদগাহ মাঠ পরিচালন কমিটি জরুরি সভা করে। সভায় যে কোন ধরণের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে দমনে ঈদগাহে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়নের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে বিকল্প ইমাম হিসাবে ধর্মনিরপেক্ষ ভাবধারার আরেক আলেম হয়বতনগর আলিয়া মাদরাসার মুফতি খলিলুর রহমান অথবা তাবলীগ জামায়াতের মারকাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব পালনে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানা গেছে। এ ব্যাপারে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে, দূর থেকে আসা মুসল্লিদের যাতায়াতে রেলওয়ে কর্তপক্ষ ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনের একটি ঈদের দিন ভোর ছয়টায় ভৈরব স্টেশন থেকে ছেড়ে কিশোরগঞ্জে পৌঁছবে সকাল ৮টায়। জামাত শেষে ট্রেনটি কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ভৈরবের উদ্দেশে ছাড়বে। অপর ট্রেনটি ঈদের দিন ভোর পৌনে ছয়টায় ময়মনসিংহ রেলজংশন থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছার কথা রয়েছে। এটিও জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে পৌঁছবে। rtnn.net//newsdetail/detail/1/4/68439#.UgO_NZyyOuJ
Posted on: Thu, 08 Aug 2013 16:42:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015