"শিশুদের নাগালের বাইরে - TopicsExpress



          

"শিশুদের নাগালের বাইরে রাখুন" এই একটা বাক্য শিশুবেলা তে আমার খুব আগ্রহের বিষয় ছিলো। এবং অদম্য আগ্রহ বশে আমি অনেকদিন বড়দের ওষুধ ও খেয়ে ফেলেছি। তারপর আমি যেকোন কিছুর গায়ে এই বিশেষ বাক্য দেখলে ঐ জিনিসের ২০০ হাত দূর দিয়ে চলতাম।যারা হ্যালো ৮৯২০ কিংবা যাহা বলিব সত্য বলিব নিয়ে অযৌক্তিক সমালোচনা করেন, তাদের জন্যে আমার এই বাক্যটা খুব মনে পড়ে। বাবা এটা তোমার জিনিস নয়। বড় হও তারপর খাইও। আর না বুইঝা যদি দু এক ঢোক গিলেই ফেলো, তাহলে পেট চেপে বসে থাক। নড়া চড়া করলেই কিন্তু তুমি নাগালের বাইরে চলে যাবা। কারন এই পেজ এ তোমাকে ব্যান করা দুই সেকেন্ড এর ব্যাপার মাত্র। বোঝা গেলো ব্যাপার টা? আর মেয়েদের আইডি দেখলেই যাদের মাথা খারাপ হয়ে যায়, তাদের বলি, বাপধন এটা কিন্তু শপিং মল না যে ,যেমন খুশি তেমনে তাকাইবেন। চোখ মুখ দুইটাই কন্ট্রলে রাখেন, বহুদ ফায়দা হবে !! :)
Posted on: Fri, 13 Sep 2013 15:43:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015