শেষ ইচ্ছায় শাহাদাত চান - TopicsExpress



          

শেষ ইচ্ছায় শাহাদাত চান কাদের মোল্লা জামায়াতের সহকারী সেক্রেটারী ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধে দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকায় কাদের মোল্লার ফাঁসি প্রায় নিশ্চিত। এটা বোধহয় কাদের মোল্লাও নিশ্চিত। আর সেজন্য নিজের শেষ ইচ্ছা প্রকাশ করে ফেলেছেন কাদের মোল্লা। নিজের জীবনের শেষ ইচ্ছা হিসেবে কাদের মোল্লা শাহাদাত কামনা করেছেন। তিনি চাইছেন তার শহীদি জীবন। শনিবার পুত্র এবং পরিবারের অন্যান্য স্বজনের সাথে দেখা হলে এ ইচ্ছা প্রকাশ করেন কাদের মোল্লা। আবদুল কাদের মোল্লা পরিবারের সদস্যদের বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামীন নবুওয়াতের দরজা বন্ধ করে দিয়েছেন কিন্তু শাহাদতের দরজা খোলা রেখেছেন। যতদিন ইসলামী আন্দোলনের পথে শাহাদতের ঘটনা ঘটবে ততদিন ইসলামী আন্দোলন বেগবান হবে। আল্লাহ যাদেরকে চান, তাদেরকেই শহীদ হিসেবে কবুল করেন। আমি যদি মহান আল্লাহর দরবারে শহীদ হিসেবে অন্তর্ভূক্ত হই, সেটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা। সুতরাং মৃত্যুদণ্ডের ভয়ে আমি ভীত নই। সম্পূর্ণ মিথ্যা ও সাজানো অভিযোগে দুনি আদালত আমাকে শাস্তি প্রদান করে পরকালের আদালতে আমার ন্যয়বিচার প্রাপ্তির সার্টিফিকেট দিয়েছে। মহান আল্লাহ তায়ালা সকল অন্যায় ও বিভ্রান্তিকর বিচার থেকে মুক্তি দিয়ে ন্যয় নিশ্চিত করার জন্য ‘শেষ বিচারের দিনের’ কথা কোরআনে উল্লেখ করেছেন। সুতরাং আসল ফায়সালা হবে আখেরাত আদালতে। আজকের বিচার সেদিন আমার মুক্তির কারণ হবে। মহান আল্লাহর কাছে আমি অবশ্যই সেদিন ন্যায়বিচার পাবো। আমি কোন অপরাধ করিনি। মহান আল্লাহ গোপন, প্রকাশ্য সকল খবর রাখেন। কোন ব্যক্তিই আল্লাহর চোখে ফাঁকি দিতে পারব যারা আমাকে মিথ্যা অ আল্লাহ তায়ালা কিয়ামতের ময়দানে তাদের বিচার করবেন। আমার জন্য আল্লাহর স্বাক্ষ্যই যথেষ্ঠ। তিনি বলেন, আমি দেশবাসীর নিকট আমার সালাম জানাচ্ছি ও তাদের নিকট দোয়া কামনা করছি। দেশ ও জাতির এই কঠিন মুহূর্তে ধৈর্য্য, সহনশীলতা ও সংযত আচরণের মাধ্যমে পরিস্থিতি মো জন্য আমি আমার প্রিয় দেশবাসীর নিকট আহ্বান জানাই। দুনিয়ায় না হলেও আখিরাতে আমার প্রিয় দেশবাসী, সহকর্মী ও আপনজনের সঙ্গে সাক্ষাৎ হবে।
Posted on: Sat, 21 Sep 2013 18:45:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015