শেষপর্যন্ত চারদিন পর - TopicsExpress



          

শেষপর্যন্ত চারদিন পর আবার জিপি দিয়ে ফ্রী নেট ইউজ শুরু করলাম। চারদিন ধইরা টাকা দিয়া নেট ইউজ করছিলাম। টাকা দিয়া ফেবু চালানো যে কি কষ্ট, যারা চালায় তারাই বোঝে। আমার নোকিয়া E66 দিয়া এতদিন আরামেই নেট ইউজ করেছিলাম। কিন্তু এই চারদিন ঠাডা পরেছিল। আমার ফ্রী নেট বন্ধ ছিল। কোন ভুলে যে সেটটাকে ফরমেট দিতে গেছিলাম (?) ফ্রী নেটের জন্য বহুত ঘাঁটাঘাঁটি করতে হইছে। মোবাইলটাকে বিভিন্ন সফটওয়্যার সাপোর্ট করানোর জন্য হ্যাক করিয়ে নিতে হয়েছিল। সেট হ্যাক করানো যে কি ঝামেলার যারা করিয়েছে সেই বুঝে (!) শেষপর্যন্ত সেট হ্যাক করাতে পেরেছিলাম। তারপরে নিজেই হয়ে গেলাম পণ্ডিত। অনেকের সেট হ্যাক করিয়ে দিলাম। সেট হ্যাকের জন্য টিউনও লিখলাম। কিন্তু চারদিন আগে একটা সফটওয়্যার ভুলে ইনস্টল দিছিলাম। তখন একটু বাগরা বাঁধে। সেটটাকে ফরমেট দিলাম। শুরু হল কপালের শনি। এই শনির ভর ছোটানোর জন্য বিভিন্ন সাইটে ধর্না দেয়া শুরু করলাম। কারণ, যেই আমি এর পোস্ট দিয়ে পিসিহেল্পলাইনবিডি.কম এবং ফেবুর অনেকে সেট হ্যাক করিয়ে ফ্রী নেট চালু করতে পেরেছিল, সে আমি আমার পোস্ট দিয়াই সেট হ্যাক করিতে ব্যর্থ হইলাম। তখন সেই আমি দ্বারস্থ হইলাম বিভিন্ন ওয়েবসাইটের। সেট হ্যাকের জন্য মোবাইলে নরটন এন্টিভাইরাস ইনস্টল দিতে হত। দিয়েও ছিলাম। কিন্তু সেটার লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছিল। কোনখান থেকেই আর লাইসেন্স যোগাড় করতে পারলামনা। শেষপর্যন্ত আরো ৬-৭ রকমের হ্যাকিং স্টাইল এপ্লাই করলাম। কোনটাই কাজ হলনা। সেট হ্যাকও হলনা। আর আমার ফ্রি নেটের অপেরাগুলাও ইনস্টল হলনা। শেষপর্যন্ত ছয়বার ফরমেট দিয়ে এবং আরেকটা এন্টিভাইরাসের সহায়তায় আজ সন্ধ্যায় টাকা খরচ থেকে মুক্তি পেলাম। এখন আমার E66 হ্যাক। ফ্রী নেটও ইউজ কইরাও আরাম পাইতাছি। সাধের মোবাইলে সব ধরনের দরকারি এপ্লিকেশন ইনস্টল দেয়া যায়। আমার মোবাইল এখন মিনি কম্পিউটার। এটা দিয়ে এখন স্ক্রিনশট নেয়া যায়, যে কোন ফরমেটের অডিও-ভিডিও বাজানো যায়। আরো কত যে সুবিধা পাইতাছি। অনেক ঘাঁটাঘাঁটি কইরা আইজ আমি নিজেও পণ্ডিত(আইটি বিষয়ে) বিশেষজ্ঞ হয়ে গেছি। বিদ্রঃ ঠেকলে সবাই সব কিছু পারে। আইজকা আমি আমার মিনি কম্পিউটার নিয়ে সুখে আছি। আর সকল মোবাইল ইউজারদের বলি, আরামসে সব কিছু চালাইতে হইলে স্যাম্বিয়ান চালান। মাই E66 গ্রেট হু। (যারা কষ্ট করে আমার দুর্ভোগের ব্যাপারটা পড়েছেন তাদের ধন্যবাদ। জানি অনেকে না পড়েই লাইক বাটনে গুতা মারিবে। তাদের জন্য :-p :-p )
Posted on: Sun, 25 Aug 2013 16:31:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015