(শনিবার আমার আঁতেল বিষয়ক - TopicsExpress



          

(শনিবার আমার আঁতেল বিষয়ক একটি লেখায় অনিমেষ বৈদ্য একটি পাল্টা মতামত দিয়েছেন।আমি ওই মতামতটি না দিয়ে পারলাম না।এই মতামত থেকে আরো একটি নির্লজ্জ সত্য উঠে আসে।এবং তথাকথিত শিল্পের ধ্বজাধারীদের চূড়ান্ত নগ্ন করে দেয়।তাহলে শিল্পের আসল উদেশ্য কী ?সাধারণ মানুষকে ব্রাত্য রেখে তাঁরা কোন শিল্পকে তুলে ধরতে চান ?আমার মতামতটি যেমন সত্য।এই মতামতটিও সমান ও বিপরীত সত্য।এই যুদ্ধ তাই চিরকালীন।এই চিরকালীন তর্ক . যার মীমাংসা হয়নি ,আবার শুরু হোক।অনিমেষ দা ,তোমাকে আমার অনুরোধ,এই বিষয়টি নিজের ভাষায় একবার লিখো।এই অনুরোধটুকু রেখো দাদা।আমিও আমার মতো করে লিখবো।) " পাতি/পাবলিক" ..এই শব্দটা আজকাল যথেচ্ছ ভাবে ব্যবহার হয়। ধরুন ..আপনি রবীন্দ্রসঙ্গীতের ভক্ত।যেই আপনার পাশের জন রুপম ইসলাম বা বব ডিলান গাইলো ..অমনি সে পাতি/পাবলিক(দুম পটাশ বা কস্টিক পটাশ সহযোগে কোনো অলৌকিক বিক্রিয়ায়)। অথবা আপনি নাসিরুদ্দিনের অভিনয়ের কথা বা বার্গম্যানের নামোচ্চারণ করলেন, কোনও এক বেদম বেহায়া দুম করে শাহরুখ খান বা করণ জোহরের ফিল্ম দেখে এসে আইস ক্রিম খাচ্ছেন আর সিনেমা হলে না ফেলা চোখের জলটুকু নরম রুমালে মুছতে মুছতে সেই মেলোড্রামা সিনেমার গল্প বলছেন...সঙ্গে সঙ্গে সে হয়ে গেল পাতি। কবিদের চোখে বাকী সবাই পাতি। আর আমজনতার কথা কী বলবো ভাই !তাদের জন্ম পরজন্ম কেটে যায় এই অপবাদে। কী ডাক্তার ,মোক্তার ,ছুতোর ,মুচি ,মেথর ,পিওন ,কেরানী ..সবাই কবিদের চোখে পাতি। (অথচ এদের জন্যই বা এদের কথা ভেবেই শিল্পীর শিল্পভাবনা মগজে কাতুকুতু দেয় ) . আপনার নন্দন কিংবা অ্যাকাডেমিতে বিমূর্ত ছবির সামনে দাঁড়ানো আপনার আপলোড করা ছবিতে কেউ মন্তব্য করলো .."এই ছবিতে কী বলতে চাইছে বস?" আপনি দেখলেন এর পাল্টা যুক্তি আপনার মাথায় আসছে না।অমনি শেষ ব্রহ্মাস্ত্র ছুঁড়ে দিলেন মন্তব্যকারীর পুঁটকিতে .."পাতি পাবলিক"।ব্যাস আর যায় কোথায় ! . মন্তব্যকারী তখন বেদম রাগে জ্বলিবেই জ্বলিবে।অথচ যে বা যাঁরা নির্দ্বিধায় পাতি কিংবা পাবলিক শব্দটি যে কোনো ভাবের জগতে বিচরণকারী মানুষের উদ্দেশ্যে ছুঁড়ে দেন(একটু flat কথা ..কয়েকজনের মাথার চৌকাঠ পেরোতে না পারলেই পাতি বা পাবলিক),কিংবা সেই পাবলিককে জব্দ করার অভিপ্রায়ে নিজে যথেষ্ট intellectual আর "erudite"(সকলের বোধগম্য প্রসাদ নয় ,বরং সারস্বত শীতলতা)থাকার চেষ্টায় পাতি শব্দটি পাঁচিলের গায়ে হিসি করার মতো ছড়িয়ে দেন , তারা কিন্তু গণতন্ত্রের আসল মানে জানেন না।জানেন কী ? জানলে এট্টু জানাবেন প্লিজ।আমিও পাতি বা পাবলিক চিহ্নিত করার পদ্ধতি (বা পোঁদ -ধোতি)টি শিখতে পারি একাগ্রচিত্তে।
Posted on: Mon, 23 Sep 2013 01:49:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015