শপিং করার শখ মিটাইয়া - TopicsExpress



          

শপিং করার শখ মিটাইয়া দিছি , একেবারে জন্মের শিক্ষা দিয়ে দিছি এক পোলারে। পোলাটা কয়দিন ধইরা আমারে খুব জ্বালাইতেছিলো,সে আসলে আমার ভালো একজন বন্ধু , তার খুব উদ্ভট শখ ছিল আমার বাসার পাশের একটা ছোট খাটো শপিং কমপ্লেক্স থেকে শপিং করার।আমি তাকে অনেক বুঝাইছি, দেখ ভায়া তোমার যমুনা-বসুন্ধরায় শপিং কইরা অভ্যাস,তাই নিম্ন মানের কোথাও আর মজা পাইবা না। কিন্তু ঐ পোলা পুরাই নাছোঁড় বান্দা, সে যাবেই যাবে; আমার মাথাটা খেয়ে ফেলতেছিল কয়দিন ধরেই। শেষমেশ চিন্তা করে দেখলাম হারামজাদারে একটা শিক্ষা দেয়া দরকার; আর আমিও অনেকদিন হয়ে গেল কারো সাথে শয়তানি করি না, আমার ভিতরের শয়তান দিন দিন অলস হয়ে যাচ্ছিল, ওটাকে জাগাতে হবে , তাই সুযোগ কাজে লাগালাম। গেলাম নিয়ে জায়গামত ছোট্ট একটা মার্কেট,ওটার একটা ছোট্ট দোকানের সামনেই দাঁড়িয়ে বন্ধু আমারে বলতেছে,আমি এখান থেকেই নিবো শার্ট , এখানের কালেকশন ভাল্লাগছে ।আমি তো ভুদাই হয়ে গেলাম , পোলায় কয় কি! আচ্ছা যাই হোক শার্ট একটা চয়েজ করে বলতেছে সে এখন Trial Room এ যেতে চায়, আমি হাসি সাথে দোকানদারও হাসে, এসব দোকান তো সাইজে একটা ট্রায়াল রুমের সমান, এখানে আবার ট্রায়াল রুম থাকবে কই! কিন্তু না দোকানদার একটা আয়না বের করে দিয়ে বললো আপনে এখানেই শার্ট পড়েন আমি আয়না ধরছি, বন্ধু আমার কাচুঁমাচুঁ করতেছিল, আমার গেছে মেজাজ খারাপ হয়ে, ঝাড়ি দিয়ে তাড়াতাড়ি পড়তে বললাম,তাতেও কাজ হয় না,এবার দোকানদার একটু ক্ষেপে গিয়ে বললো,ঐ মিয়া আপনে কি মাইয়া মানুষ!,শার্ট টা পড়েন তাড়াতাড়ি ,সমস্যা কি? সবাই হাসিতে ফেটে পড়লো। যাই হোক শেষ পর্যন্ত শার্ট পড়লো ,এরপর আমি জোর করে আমি প্যান্ট পছন্দ করে দিলাম, কিন্তু প্যান্ট কিভাবে পড়বে, ভয় পেয়ে সে জানালো আর ট্রায়াল দিবে না সে। কিন্তু আমার ভিতরের শয়তান ততক্ষনে জেগে উঠছে, আমি পোলাটারে ঝাড়ি দিয়ে বলছিলাম -কোন কথা না বইলা প্যান্ট পড়, দেখুম তোর ফিটিং হয় নাকি। পোলার অবস্থা হইছিল ছাইড়া দে মা কাইন্দা বাচিঁ। সে কাকুতি মিনুতি করে মাফ চাইলো।আমার তো মেজাজ তখন চরমে, কিন্তু কথা হলো শার্ট তো পড়ছিল প্যান্ট কিভাবে ওপেনে পড়বে। দোকানদার বললো,-মামা এই লন লুঙ্গী,এখন প্যান্ট চেঞ্জ করেন, বন্ধু নির্বাকভাবে জানালো সে লুঙ্গী পড়তেও পারে না, আমি বলছিলাম-তুই লুঙ্গী পড় আমি হেল্প করতেছি,যাই হোক অবশেষে তাকে ব্যাপক নাস্তানাবুদ করাইছি। মনে রাখবেন,-বন্যেরা বনে সুন্দর শিশুরা শিশু পার্কে। আপনি ইচ্ছা করলেই সবজায়গায় খাপ খাওয়াতে পারবেন না।আর আমার মতো বন্ধু যদি থাকে তাইলে তো ভালোই.............
Posted on: Tue, 27 Jan 2015 15:39:55 +0000

Trending Topics



a>
What happened last night is exactly why I do not like Cena. Yes
Yesterday, Mwenya members organised a show for the families of our
Our Lord! Give us in this world that which is good and in the
Caught in conflict Penny Vinden When we last wrote about the
CFO Marianne Lake said she sees high single-digit growth in
Opella 14177.045 Round Lavatory Sink, Polished Stainless
A reminder that applications are due by 18th August for the
I alwyx behold d cocoa tree wey i plantd som yrs ago cos as d tree

Recently Viewed Topics




© 2015