শমরিতা হাসপাতালে - TopicsExpress



          

শমরিতা হাসপাতালে একরাতঃ মানুষ বিপদে না পরলে ডাঃ এর কাছে যায় না।আবার বিলাসিতা করার জন্যও যায় না।অসুখ এ কাতর মানুষগুলা একটু চিকিৎসার আশায় হাসপাতালে যায়। আমার কাজিন গতকাল বিকালে এক্সিডেন্ট করেন।তার বাম পা এর হাড় ভেঙে যায়।তাকে শমরিতা হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়।ডিউটি ডাঃ তাকে কোন িচকিৎসা না দিয়ে এডমিশন এর জন্য ৪ তলায় পাঠায়।এরকম করে ঘুরতে ঘুরতে রাত ৯ঃ৪৫ বাজে।অবশেষে তাকে x-ray করে কেবিনে প্রেরন করা হয়। তখনও চিকিৎসার চ ও শুরু করেনি।তারপর ডাঃ এর জন্য অপেক্ষা। অপারেশন থিয়েটারে তাকে নেয়া হয় রাত ১০ঃ৩১ এ।কিন্তু ডাঃ আসে রাত ১২ঃ০৮ এ।তাও আরেক প্রফেসরকে দিয়ে ৪ বার কল দেওয়ানোর পর।েদন রাত ১ঃ৩০ এ তাকে কেবিনে ফেরত পাঠানো হয়।মাথায় ইনজুরির কোন চিকিৎসা দেয়া হয়নি তখনও। সিটি scan এর report পাই ১৮ hrs পর। ২৪ hrs এর মধ্যে ডাঃ আসে মাএ ১ বার।আর তাদের ব্যবহার এর কথা না হয় নাই বললাম। প্রফেসর এর ভাগিনা এবং আমি থাকার পর ও যেরকম সেবা পেলাম তারপর আমার জানের দুশমন কেও ওইখানে যেতে বলবোনা। আর আজ ভালমতই বুজতে পারলাম ডাঃ রা কেন মাইর খায়। নিজের উপর ঘৃনা হচ্ছে এই ভেবে যে আমিও তাদের ই একজন হতে যাচ্ছি। *
Posted on: Sat, 28 Sep 2013 13:15:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015