শুধুমাত্র ভোট দিতে না - TopicsExpress



          

শুধুমাত্র ভোট দিতে না জানার কারনে ডাঃ তন্বী চৌধুরী পিছিয়ে আছেন। স্ক্রিনশটের ছবির মত ভিডিও ক্লিপটির ডান পাশে নিছে থাকা Like this application এ গিয়ে আপনার ভোটদিয়ে জয়ী করতে পারেন। তন্বী চৌধুরী, একজন বাঙালী চিকিৎসক। তিনি সাম্প্রতিক সময়ে কানাডাতে একটি প্রতিযোগিতায় গ্রামের মেয়েদের ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সার প্রতিরোধের উপর নিজের একটি প্রজেক্ট পাঠান। এই প্রজেক্টটি শত শত আবেদনের মধ্যে নির্বাচিতও হয়। যে সংস্থার অধীনে তিনি এই প্রজেক্টটি পাঠিয়েছেন তারা তাদের নিয়ম অনুযায়ী অন্য দেশের অন্যান্য প্রতিযোগীর সাথে তাঁর এই প্রজেক্টকে এখন জনতার ভোটের জন্য উন্মুক্ত করে দিয়েছে। মানে দাঁড়াচ্ছে জনতা যাকে নির্বাচন করবেন তিনিই জিতবেন। তন্বী প্রতিযোগীতার ২য় স্থানে আছেন। প্রথম স্থানে যিনি আছেন তিনি কেনিয়ার একজন প্রতিদ্বন্দ্বী এবংঅনেক ভোট নিয়ে এগিয়ে আছেন। এই প্রতিযোগিতায় তন্বী যদি জেতে তবে তাতে করে তাঁর ব্যাক্তিগত কোনো লাভ নেই বরং এই প্রজেক্টিকে সফল করবার জন্য কানাডার এই সংস্থা একটা বড় অনুদান দেবে বাংলাদেশে উপজেলা পর্যায়ে নারীদের স্তন ক্যান্সায় এবং জরায়ুর ক্যান্সার নিরসনের ক্ষেত্রে। বুঝতেই পারছেন এটি কত বড় একটি মহৎ কাজ! তন্বীর প্রজেক্টের লিঙ্ক:applications.grandchallenges.ca/en/viewVideo/28735E6AA0EA38BC3362663B please go to the link and give your valuable comments, that will be counted as your support for this concept. every comment counts now.Last date of voting is 15th November, 2013 11:59pm. N.B: grand challenges canada কিন্তু ওয়েব বেইজ্ড লাইক কনটেস্ট না। এখানে অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, যার মধ্যে ৫ নম্বর হলো লাইক পাওয়াটা। বাকি গুলা পুরাপুরি একাডেমিক ক্রাইটেরিয়া। লাইক কেবল একটা মাত্র পয়েন্ট কিছুক্ষণ আগেও ডাঃ তন্বী চৌধুরী প্রথম পজিশনে ছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে কলাম্বিয়ার প্রতিযোগী প্রথমে চলে এসেছেন। ভোটের পার্থক্য খুব ক্লোজ। ডাঃ তন্বী পেয়েছেন 26173 ভোট এবং কলাম্বিয়ার এভারিস্তো ভেগা এই মুহূর্তে পেয়েছেন 28660 ভোট। সময় আছে আর ৫ ঘন্টার মত, আই মিন কানাডা সময় রাত ১২ টা। জয় আমাদের হবেই ইনশাল্লাহ। আমরা সবাই মিলে বাংলাদেশকে জয়ী করে আনবই। একটি ভালো কাজ করুন যেটাতে বাংলাদেশের হাজার হাজার মেয়ের উপকার হবে। নিচের লিঙ্কটিতে যেয়ে এই মেয়েটিকে ( Tanni Chowdhury) ভোট করুন। মেয়েটি যদি জিতে যায় তবে বিশাল একটি কাজ হবে। বাংলাদেশের মেয়েদের জন্য ব্রেস্ট ক্যান্সারের একটি হাসপাতাল হবে। অনেক দরিদ্র মেয়ের জীবন বাচবে। ভোট করা হয়ে গেলে ইচ্ছা মতো আপনি আপনার দৈনন্দিন ব্রাউজিং এ ফিরে যান। মনে একটা শান্তি পাবেন যে আপনার সময়ের কিছু অংশ একটি ভালো কাজে ব্যায় করেছেন। applications.grandchallenges.ca/en/viewVideo/28735E6AA0EA38BC3362663B
Posted on: Fri, 15 Nov 2013 15:21:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015