█▓▒ শুভ সকাল ▒▓█ আজ - TopicsExpress



          

█▓▒ শুভ সকাল ▒▓█ আজ শুক্রবার | ১৯ পৌষ ১৪২১ বঙ্গাব্দ | ১০ রবিউল আউয়াল ১৪৩৬ হিজরি | ২ জানুয়ারি ২০১৫ খ্রিষ্টাব্দ • ১৭৫৭ সালে এই দিনে ব্রিটিশরা কোলকাতা দখল করে। • ১৯৪১ সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ব্রিটেনে জার্মানি বিমান হামলা করে। • ১৮২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুডলফ ক্লসিয়াস, তিনি ছিলেন জার্মান পদার্থবিদ। • ১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডযিগা ভেরটোভ, তিনি ছিলেন রাশিয়ান পরিচালক। • ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আহসান হাবীব, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কবি, শিশু সাহিত্যিক। • ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইজাক আসিমভ, তিনি ছিলেন বিখ্যাত আমেরিকান সায়েন্স ফিকশন লেখক। • ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডাওন সিলভা, তিনি আমেরিকান গায়ক। • ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রমন লাম্বা, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। • ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গইচি সুডা, তিনি জাপানি ভিডিও গেম ডিজাইনার। • ১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহে্ পাইয়েমেন্ট, তিনি কানাডিয়ান অভিনেত্রী। • ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাক্সি রদ্রিগেজ, তিনি আর্জেন্টাইন ফুটবলার। • ১৯২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পাউল অ্যাডাম, তিনি ছিলেন ফরাসি লেখক। • ১৯৪৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জো ডার্লিং, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। • ১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডিক পাওয়েল, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক। • ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টেক্স রিটের, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও অভিনেতা। • ১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেনশৈলজানন্দ মুখোপাধ্যায়, তিনি ছিলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক । • ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইঙ্গের খ্রিস্টেন্সেন, তিনি ছিলেন ডেনিশ কবি। • ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়ক মিটসুই, তিনি ছিলেন জাপানি কবি।
Posted on: Fri, 02 Jan 2015 02:02:59 +0000

Recently Viewed Topics




© 2015