শুরু হয়ে গেছে শুয়োরের - TopicsExpress



          

শুরু হয়ে গেছে শুয়োরের বাচ্চাদের প্রতিমা ভাঙচুরের খেলা খুলনার দাকোপের চালনাবাজার এলাকার ১৩ টি পূজামন্ডপের প্রতিমা ভাঙচুর করেছে কুত্তার বাচ্চারা ।এবার রাতের আঁধারে চুপিচুপি না একদম প্রকাশ্যে। এই শুয়োরের বাচ্চাদের বালের ধর্ম কি এদের এই শিক্ষা দেয় নাকি? একের পর এক হিন্দু মন্দির ভেঙেই চলেছে ভেঙেই চলেছে। সরকার নিরব, প্রশাসন নিরব। মানবতাবাদী সুশীলেরা নিরব। নিরব আমাদের পাশ্ববর্তী দেশ ।দাদারা ঐক্যবদ্ধ হোন পূজামন্ডপ গুলোয় পাহারার ব্যবস্থা করুন ।যেই যরে চোরের বসবাস সেখানে গৃহস্থের নিশ্চিন্তে গুমানো ঠিক না এখন আর এই প্রতিমা গুলো মেরামত করা যাবে না ।দাদার কেউ আমাদের জন্য নেই আমরা শুধু রাজনৈতিক খেলার চাল ।এভার নিজেদের বুজটা বুজতে শিখেন ।আমাদের গেন বুদ্ধি বিবেক আছে নিজেদের বুদ্ধিকে খাটান ।এরা ধর্ম পালন করে না এরা যা করে সেটা ধর্ম হতে পারে না ।হর হর মহাদেব হিন্দু বীর কৃশান
Posted on: Tue, 01 Oct 2013 13:23:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015