সেই ভোর সকালে মোবাইলে কল - TopicsExpress



          

সেই ভোর সকালে মোবাইলে কল আসলো। ঘুমুচ্ছিলাম। তাই রিসিভ না করে রিজেক্ট করছিলাম। কিন্তু ওপাশ থেকে তাও থামেনা। বারবার কল দিচ্ছে দেখে অবশেষে রিসিভ করলাম... -হ্যালো -তোর হ্যালোর ...মারি। হা...জাদা এতবার ফোন দিতেছি, ফোন অফ রাখছোস কিল্লাই! -কে বলছেন? -আমি তোর বাপ ...জাদা। আমার মাইয়া রে কই রাখছোস আগে ক। -চাচা আপনি রং নাম্বারে ফোন করেছেন। -আরে কিয়ের রং নাম্বার! আজকের মধ্যে সুমি রে নিয়া হাজির হবি নাইলে তোর খবর আছে! কয়দিন পালায়া থাকতে পারস দেখুম। -চাচা বিশ্বাস করেন সুমি নামে এখন কাউরে চিনিনা। অনেক আগে এই নামে একটা সুন্দরী বান্ধবী ছিল। -হা...জাদা আমার লগে ফাইজলামি করস! ফকিন্নির পুত! তোর চেহারা আয়নায় দেখছোস? টুট টুট টুট... কোন বেক্কল পোলায় সুমি রে নিয়া পালাইছে কে জানে। পালাইছে ভাল কথা, আমার নাম্বারের সাথে মিল রেখে বাংলালিঙ্ক সিম ক্যান ইউজ করতে হবে তার! চুরি না কইরাও সাত সকালে চোর হইলাম। সুমি তুমি কই!
Posted on: Mon, 21 Jul 2014 07:55:49 +0000

Recently Viewed Topics




© 2015