সেই রাতের ঘোষণাঃ This is Swadhin - TopicsExpress



          

সেই রাতের ঘোষণাঃ This is Swadhin Bangla Betar Kendra. I, Major Ziaur Rahman, at the direction of Bangobondhu Mujibur Rahman, hereby declare that Independent People’s Republic of Bangladesh has been established. At his direction , I have taken the command as the temporary Head of the Republic. In the name of Sheikh Mujibur Rahman, I call upon all Bengalees to rise against the attack by the West Pakistani Army. We shall fight to the last to free our motherland. Victory is, by the Grace of Allah, ours. Joy Bangla. এখন দেখি এই স্বাধীনতা যদি ৭১ এ ঘোষিত না হয়ে এই ২০১৪ তে ঘোষিত হতো তাইলে কি অবস্থা দাড়াতো : আওয়ামী পেজঃ বঙ্গবন্ধুর স্বপ্নে জননেত্রি শেখ হাসিনা স্বাধীনতা ঘোষণা করেছেন আজ। অথচ কুচক্রি মহল এবং জঙ্গি গোষ্ঠী এই স্বাধীনতাকে নিজেদের ঘোষিত বলে দাবী করছে। আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের এই স্বাধীনতার সাথে একমত থাকলে লাইক দিন বিএনপি পেজঃ জিয়ার আদর্শে উজ্জিবীত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে গুলাশানে তার নিজ কার্যালয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন। অবৈধ জালেম সরকার এই স্বাধীনতাকে নিজেদের সম্পত্তি বলে দাবী করছে। আপনারা জিয়ার সৈনিকেরা জিয়ার স্বাধীনতায় বিশ্বাসী হলে এই স্ট্যাটাস শেয়ার করুন। জামাত পেজঃ ভাষাসৈনিক গোলাম আজম একটু আগে স্বাধীনতা ঘোষণা করেছেন। এই স্বাধীনতা লক করা আছে। অমুক পেজে লাইক না দিলে স্বাধীনতা কার্যকর হবেনা। আপনারা যারা খাটি মুসলমান তারা অমুক পেজে লাইক দিয়ে স্বাধীনতাকে কার্যকর করুন। এফএম রেডিওঃ ডিয়ার লিসনারস, আপনাদের জন্য রয়েছে অসাম একটি ঘোষণা। ঘোষণাটি হল আমাদের প্রিয় গুল্টু গুল্টু এই দেশটার স্বাধীনটা ঘোষিত হয়েছে। এ উপলক্ষে চলুন শুনে আসি একটি ফাটাফাটি সং। স্টে উইথ আস। টেলিভিশন চ্যানেলঃ কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে দেশের স্বাধীনতার। তবে এই স্বাধীনতা কে বা কারা ঘোষণা করলো তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক মতপার্থক্য। এ নিয়ে সাধারন জনগনের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জনগনের প্রতিক্রিয়া শুনতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কাওরান বাজার। সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মদন। হ্যালো মদন আপনি কি আমাকে শুনতে পারছেন? আমি, আপনি এবং আমরাঃ কোন স্বাধীনতা কে সমর্থন দিমু? আমি ভাই নিরপেক্ষ লোক। কোন দলের স্বাধীনতাকে সমর্থন দিয়ে বিপদে পড়তে চাইনা। দরকার নাই এসব ঝামেলার মধ্যে যাওয়ার। উপলব্ধিঃ একাত্তরে বঙ্গবন্ধুর পক্ষে জিয়ার ঘোষণায় স্বাধীনতার ডাকে দলমত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ে সর্বস্তরের জনগন। একারনেই স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি। তখন কিন্তু এই স্বাধীনতাকে দলীয়করণ করা হয়নাই। কোন নির্দিষ্ট দলের ছিলো না এই স্বাধীনতা। এই স্বাধীনতা ছিলো প্রত্যেকটা বাঙালীর। আল্লাহ বাচাইছে স্বাধীনতার ঘোষণা একাত্তরেই হয়ে গেছে, এই ২০১৪ তে ঘোষণা হইলে জীবনে আর এই স্বাধীনতার মুখ দেখা লাগতো না। (colctd & edtd)
Posted on: Wed, 26 Mar 2014 07:52:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015