সেই হিজল গাছটার শিকড়ে - TopicsExpress



          

সেই হিজল গাছটার শিকড়ে বসে আছে রিফাত। গত চার বছর ধরে রিফাতের ছায়ার সাথে মিশে আছে এই গাছটা। জায়গাটা রিফাত খুব পছন্দ করে । বাগানের এক পাশে হিজল গাছটা। সামনে কয়েকটা ক্ষেত। ক্ষেতের শেষে খাল। . ফোন করার কথা শিমুর। রিফাত অপেক্ষা করছে আর অতীতের কথাগুলো ভাবছে। . গত প্রায় দুই বছর হলো ঠিক ২:৩০ টা থেকে ৩:৩০টা পর্যন্ত সময় সে এই হিজল গাছটার শিকড়ে বসে কাটিয়েছে। দুই বছর আগে থেকে সে একটা কোচিং সেন্টারে টিউশনি করে সকাল বিকাল। দুপুরে ফ্রি থাকতো আর ঐ সময়টা সে শিমুর সাথে কথা বলতো এই হিজল গাছের শিকড়ে বসে। . হঠাত্‍ ফোনের শব্দে বর্তমানে ফিরে আসে সে। ----হ্যালো -----রিফাত আমাকে ক্ষমা করে দিও। -----হুম, -----আমার আর কিছুই করার ছিল না। আমি এই বিয়েতে রাজি না হলে আব্বু আম্মুকে ডিভোর্স দিবে বলছে। -----হুম -------নিজের শরীরের যত্ন নিও। -----হুম,একটা গান শুনবা? তোমার সব চেয়ে প্রিয় গান। . একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন। এই জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন। -----প্লিজ রিফাত, আমাকে আর কষ্ট দিও না। আমি বেশিক্ষন কথা বলবো না। চাচির মোবাইল লুকিয়ে নিয়ে আসছি। বাড়ির লোকেরা আমাকে খুজতেছে। যেকোন সময় লাইন কেটে দিতে পারি। ------রাতে ফোন করবা? তোমার গায়ে হলুদ দেয়া শেষ হলে? -----জানি না। কারো মোবাইল পেলে চেষ্টা করবো। -----ঠিক আছে। -----একটা কথা বলবো? ------হুম বলো। ------আই লাভ ইউ। রেখে দিচ্ছি ভাল থেকো। ------তুমিও ভাল থেকো। . . অনেকক্ষন মোবাইলের দিকে তাকিয়ে থাকে রিফাত। ওদের রিলেশনটা কোন ফ্যামিলি মেনে নেয়নি। ওরা দুজন অনেক চেষ্টা করেও পারেনি। একবার দুজনে পালিয়ে যেতে চেয়েও পারে নি। ওদের সামনে কোন উপায় ছিলনা। . আজ শিমুর গায়ে হলুদ। . শিমু কয়েকটা বিয়ে কাজ ভেঙ্গে দিছে। এইটা ভাঙ্গতে পারেনি। শিমুর মা বলছে এই বিয়ে ভাঁঙ্গলে উনি বিষ খাবে। . রিফাতের পরিবার একবার প্রস্তাব দিয়েছিল কিন্তু শিমুর পরিবার না করা তে রিফাতের পরিবার অপমানিত হইছে। তাই কেউ এখন ওদের রিলেশনের ব্যাপারে রাজি না। .আজ রিফাত কোচিং এ যেতে চাইছিল না। কিন্তু সে মনটা কে শক্ত করে। সে কোচিং এ যাবে। . ০৩:৪০ টা বাজে। রিফাত উঠে দাড়ায়। . ও শুধু দুইটা চিরন্তন সত্য চিন্তা করতে থাকে। যে দুইটা কথা মানুষকে সকল কষ্ট ভুলতে সাহায্য করে। . ১:সৃষ্টিকর্তা যা করেন,সব ভালোর জন্য করেন। . ২:Time and tide wait for none. By- Rony Ahmed
Posted on: Thu, 05 Dec 2013 05:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015