সাকিব আল হাসান Melbourne Renegades - TopicsExpress



          

সাকিব আল হাসান Melbourne Renegades -এ সাইন করার আগে তাদের পেজের ফ্যান ছিল ১ লক্ষ ১৮ হাজার। আর এখন সাকিবকে নেওয়ার পরে তাদের ফ্যানের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার এবং মিনিটে মিনিটে সেই সংখ্যাটা বাড়ছে। বিগ ব্যাশের নতুন আসর শুরু হয়েছে প্রায় ১ সপ্তাহ হল। তাদের দলে আছে অ্যারন ফিঞ্চের মত ব্যাটিং তারকা। বিদেশি প্লেয়ার হিসেবে আছে ডুয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলের মতো টিটুয়েন্টি স্পেশালিস্ট। অথচ গত ১ সপ্তাহে তাদের ফ্যান বেড়েছে মাত্র ৫ হাজার। গত ১ মাসে তাদের ফ্যান বেড়েছে ৯ হাজার। গত ৩ মাসে তাদের ফ্যান বেড়েছে ১২ হাজার। গত ৬ মাসে তাদের ফ্যান বেড়েছে ১৬ হাজার। অথচ, সাকিব আল হাসান শুধু তাদের হয়ে খেলার জন্য সাইন করেছে। আর তাতেই ১ দিনেই তাদের ফ্যান বেড়ে গেছে প্রায় ২৭ হাজার। সাকিবের অস্ট্রেলিয়ার যেতে এখনো প্রায় ১ সপ্তাহ দেরি। অস্ট্রেলিয়া যাওয়ার আগেই সাকিব ওদের কাছে তারকা খ্যাতির এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো টূর্ণামেন্টেই পাবে জামাই আদর। ওদের প্রত্যেকটা ম্যাচেই শুধু বাংলাদেশিদের কাছেই না, অস্ট্রেলিয়ানদের কাছেও সবচেয়ে বেশি ফোকাস থাকবে সাকিবের উপর। আর ওখানে ভালো খেলতে পারলে সাকিবের ফ্যান যেমন অনেকেই হবে, সে সাথে বিশ্বকাপে বাংলাদেশও পাবে অনেক অস্ট্রেলিয়ান সাপোর্টার। যেমন ধরুন, বাংলাদেশ- শ্রীলংকা খেলা হবে মেলবোর্নে। আবার বাংলাদেশ-ইংল্যান্ড খেলা হবে এডিল্যাডে। তখন দেখা যাবে অস্ট্রেলিয়ান দর্শকদের বেশির ভাগই সাপোর্ট করছে বাংলাদেশকে। দরকার শুধু সাকিবের সাধারণ পারফরমেন্স। আর সাকিবের কাছে যা সাধারণ, অনেকের কাছেই কিন্তু তা অসাধারণ!! # Shak_Attack # Shak_Effect copied.
Posted on: Thu, 25 Dec 2014 07:50:38 +0000

Trending Topics



>
Clamour for AK’s Holiday Jan 31, 2014 - Joginder Tuteja For a
Swarohan as part of Swarohan Chikitsa ,is planning to visit
How biased is media towards NaMo – a few examples . The mammoth
SO IT APPEARS THAT ZAK...IS POSTING DRIVING PICTURES REFERENCING

Recently Viewed Topics




© 2015