সাকিবের উপরে কালের - TopicsExpress



          

সাকিবের উপরে কালের কণ্ঠের ক্ষোভটা পুরোনো তারা সুযোগ পেলেই ইনাইয়া বিনাইয়া সাকিবকে সমালোচনায় আনতে চায় ..আজকে সুন্দর করে একটা নিউজ করছে যে সাকিব যখন হেলিকপ্টারে মাগুরা গেলো তখন সোহাগ গাজী লঞ্চে করে বাড়ী যাচ্ছে .......... এই ধরনের সংবাদের মানে কি ? কোন না কোন ভাবে সাকিবকে নেগেটিভলী উপস্হাপনার প্রয়াস । সাকিব তার টাকা কিভাবে খরচ করবে এটা একান্ত ই তার ইচ্ছা আর সাকিবের পজিশনে এক দেড় লাখ টাকা দিয়ে হেলিকপ্টারে করে যাওয়া কি খুব বড় কিছু ? সে কোটি কোটি টাকার মালিক , সেটা বৈধ উপায়ে এবং কষ্টার্জিত টাকা , বসুন্ধরা গ্রুপ বা কালের কন্ঠের হারাম অবৈধ টাকা কোথায় থেকে আসে এটা এদশের বাচ্চা পুলাপাইনও জানে । আমারতো টাকা থাকলে বউ নিয়া মঙ্গলগ্রহে যাইতাম । হু কেয়ারস কার কি !!!!!!!!! আমার টাকা থাকলে বুর্জ আল দুবাইয়ে থাকতাম কার কি !!! আরে অল্প কিছু টাকার মালিক হতে পারলেও ওয়াল্ড ট্যুরে বের হয়ে যাবো কার কি ? বাঙ্গালীদের একটা শ্রেনীর মাঝে রক্তে যে দোষ আছে এটা বুঝলেন তো ? এদের থেকে দুর থাকবেন । এরা মাণসিক রোগী... লেখাঃ উমর ফারুক নাঈম Courtesy: Shakib Al Hasan-BD Cricket Rokz
Posted on: Tue, 15 Oct 2013 10:59:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015