সংক্ষেপে বাংলাদেশের - TopicsExpress



          

সংক্ষেপে বাংলাদেশের পরিচিতি 1. বাংলাদেশের সাংবিধানিক নাম- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The Peoples Republic of Bangladesh) 2. বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। 3. এদেশের রাজধানী- ঢাকা। 4. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী- চট্টগ্রাম। 5. এদেশের আয়তন- ১,৪৭,৫৭০ বর্গ কি.মি অথবা ৫৬,৯৭৭ হাজার বর্গমাইল। 6. আয়তনের ভিত্তিতে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান- ৯০তম। 7. এদেশের আইন পরিষদের নাম- পার্লামেন্ট বা জাতীয় সংসদ। 8. বাংলাদেশের বিভাগ সংখ্যা- ৭টি। 9. সিটি কর্পোরেশনের সংখ্যা- 11 টি 10. এদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি,স্থল সীমার দৈর্ঘ্য-২,৪০০বর্গ কি.মি.। 11. বাংলাদেশের সাথে যে দুটি দেশের সীমান্ত রয়েছে- ভারত-৯২% ও মায়ানমার-৮%। 12. জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩২%। 13. এখানকার মানুষের গড় আয়ু- ৬৬.৮ বছর। 14. এদেশের মানুষের মাথাপিছু আয়- মাথাপিছু আয় ১০৪৪ মার্কিন ডলার। 15. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩ সে.মি। 16. এদেশের উপর দিয়ে প্রবাহিত মোট নদ- নদীর সংখ্যা- ২০৩টি।ছোট-বড় মোট ৮০০টি নদী ও খাল রয়েছে। 17. এদেশের মানুষের গড়পড়তার হার- ৫৪৮% (সূত্র- অর্থনৈতিক সীমানা ২০১০ ও প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রণালয় ব্যান বেইস= ৬৫.৫%) 18. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান- নবম। 19. এদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়- সিলেট জেলার লালখানে। 20. সর্ব নিম্ন বৃষ্টিপাত হয়- নাটোর জেলার লালপুরে। 23. বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার। 24. সর্ব উত্তরের জেলা- পঞ্চগড়। 25. বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা- কক্সবাজার। 26. সর্ব উত্তরের জেলা- পঞ্চগড়। 27. বাংলাদেশের সমুদ্র বন্দর- ২টি(মংলা এবং চট্টগ্রাম) 28. আন্তর্জাতিক বিমানবন্দর- ৩টি। 29. জনসংখ্যার ঘনত্ব- ৯৯৩ জন প্রতি বর্গ কি.মি. এ। 30. সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা(মেগাসিটি) 31. সবচেয়ে কম ঘন বসতি পূর্ণ জেলা- বান্দরবন। 32. বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে- ১৯৭৪ সালে। 33. বাংলাদেশের জাতিসংঘের- ১৩৬তম সদস্য।
Posted on: Fri, 21 Nov 2014 06:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015