সিগারেটের আগুন, নিভু - TopicsExpress



          

সিগারেটের আগুন, নিভু নিভু করে কিন্তু নিভে যায় না। জ্বলতে থাকে। একসময় নিভে যায় তখন সিগারেটের তামাকও শেষ। জীবনের কিছু কষ্টও তেমন। যাই যাই করেও চলে যায় না। মানুষ প্রতিবারই নতুন করে স্বপ্ন দেখে। এইবার বুঝি কষ্টগুলাকে দূরে ঠেলা গেলো। কিন্তু এটা যে কষ্ট! এটা যে দূরে যাওয়ার নয়! একসময় ঠিকই সব কষ্টের অবসান হয়, ততক্ষনে জীবনটাও শেষ। এতসব ভাবতে ভাবতে হাতের অর্ধেক খাওয়া সিগারেট পায়ের তলায় পিষে ফেলল সে। আবার ভাবছে জীবনের কষ্টগুলাও যদি এইভাবে মাঝপথে পিষে ফেলা যেত? :) Just chill Ahnaf the GREAT. Why so serious? :p
Posted on: Sat, 06 Dec 2014 19:58:33 +0000

Trending Topics



olamalu
All Mums including but not limited to: Allie Ginger Catchpole Jo

Recently Viewed Topics




© 2015