সেদিন আমার মেয়েকে (ক্লাস - TopicsExpress



          

সেদিন আমার মেয়েকে (ক্লাস সিক্স) ইংরেজী পড়া দেখাতে গিয়ে আমার ভিড়মী খাওয়ার জোগাড় হয়েছে। Titanic Disaster নিয়ে unseen comprehension. ইংরেজী সহায়ক বই Basic Communicative English Grammar and Composition. সেখানে যা লেখা, তার বাংলা করলে মোটামুটি এরকম দাঁড়ায়, টাইটানিক জাহাজটি ১৪ এপ্রিল, ১৯১২ সালে যাত্রা শুরু করে এবং ১৫ এপ্রিল ডুবে যায়। এটুকু দেখার পর আমি একটু ধন্দে পড়ে গেলাম। এ পর্যন্ত যত বইয়ে টাইটানিক সমন্ধে পড়েছি, সবখানে একই তথ্য ছিল, যা এরকম--The Titanic sailed on 10th April, 1912, from Southampton to New York. It hit an iceberg at 11:40 p.m. on the night of April 14, 1912 and sunk just over two and a half hours later. এই হচ্ছে যাত্রা এবং ডুবে যাওয়ার তথ্য। তাহলে Basic Communicative English Grammar and Composition এই তথ্য কোথায় পেল? মজা কিন্তু এখানেই শেষ নয়। বইয়ের ভুল সংশোধন করে কেউ যদি সঠিক তথ্য লেখে, তাহলে টিচার সেটা কেটে দেবে। কেন? কারন হচ্ছে টিচারের, দৌড় ওই বই পর্যন্তই। আমার ধারনা, অধিকাংশ টিচার সঠিক তথ্য জানেন না। রাজনৈতিক বিবেচনায় এবং ডোনেশন দিয়ে যারা টিচার হন তারা পড়াশুনা খুব ভালো জানবেন না, এটাই স্বাভাবিক। এ ধরনের টিচারদের কারনে অনেক ছাত্র/ছাত্রীর রেজাল্ট-এ গড়বড় হয়। আমার বড় মেয়ের J.S.C. পরীক্ষার রেজাল্ট হওয়ার পর জানা গেল, সে সব বিষয়ে গড়ে ৮৩ পেয়েছে, কিন্তু সমাজ বিজ্ঞানে পেয়েছে ৬৫। আমরা খাতা পুনঃ পরীক্ষনের জন্য ফি দিয়ে আবেদন করলাম। আমার পরিচিত শিক্ষা অফিসার সাহেব বললেন, কষ্ট করছেন ঠিকই, তবে কোন লাভ হবেনা। কারন, খাতা কখনো পুনঃ মুল্যায়ন করা হয়না, শুধু নাম্বার যোগ করা ঠিক আছে কিনা তা দেখা হয়। হলোও তাই। কি অদ্ভুত কথা! খাতা মুল্যায়ন করতে গিয়ে টিচার কি ভুল করতে পারেন না? তিনি কি ফেরেশতা? ভূল হলে সংশোধন হবেনা কেন? প্রত্যাশিত রেজাল্ট না হলে, সেটা একজন পরিক্ষার্থীর মনে বিরুপ প্রভাব ফেলে, যা তার ভবিষ্যত জীবনকেও প্রভাবিত করে। এটা যদি আমাদের কর্তাব্যাক্তিরা কখনো বোঝেন, তবেই মঙ্গল। আবার বইয়ের প্রসঙ্গে আসি। এ ধরনের নিম্নমানের বই ছাত্র/ছাত্রীরা কিনতে বাধ্য হয় কেন? কারন সংশ্লিষ্ট প্রকাশক শিক্ষক সমিতিগুলোতে লক্ষ লক্ষ টাকা ডোনেশন দেয়। সেই টাকা খেয়ে সমিতির কর্তা ব্যাক্তিরা এই আবর্জনাগুলো ছাত্র/ছাত্রীদের উপরে চাপিয়ে দেয়। তাহলে আমাদের কি হবে? কেউ কি বলবেন?
Posted on: Tue, 21 Oct 2014 06:35:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015