সে দিন এক মেয়ে স্ট্যাটাস - TopicsExpress



          

সে দিন এক মেয়ে স্ট্যাটাস দিলো - মন খুব খারাপ কিচ্ছু ভালো লাগছে না — feeling Sad. কেন আপু ! কি হয়েছে? জবাবে মেয়েটিঃ নাহ ভাইয়া, কিছু না। এর ২ দিন পর আবারও স্ট্যাটাস দিলো - চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছে , কিন্তু কান্না আসছে না — feeling Crying. এবারও আমিঃ কি হয়েছে আপু? কোন সমস্যা? জবাবে মেয়েটিঃ নাহ ভাইয়া! কিছু না। গতকাল কে পুনরায় স্ট্যাটাস প্রসব করলো - মেজাজ চরম খারাপ, রাগ করে মোবাইলটা ভাইঙ্গা ফেলছি — feeling Angry. পুনরায় আমিওঃ কি হয়েছে আপু! সামথিং রং? জবাবে মেয়েটিঃ নাহ! ভাইয়া! কিছু না। আজ সকালে আবারও তার আরেকটা স্ট্যাটাস চোখে পড়লো - কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে লাইক করে না — feeling Alone. পুনরায় কমেন্ট করে জানতে চাইলামঃ কি হয়েছে আপু? কেন এমন কথা বলছেন? কমেন্ট ব্যাক করে মেয়েটি জানালোঃ নাহ ভাইয়া! কিছু না। আচ্ছা- কিছুই যদি না হয়, তাইলে এভাবে স্ট্যাটাস দিয়ে ঘটা করে জানানোর কি আছে এমন কেন আপনারা ? স্ট্যাটাস দিয়েই কি দায়িত্ব শেষ মনে করছেন? স্ট্যাটাস যখন দিবেন তখন অনেকেই ভালো থাকা এবং খারাপ থাকার ব্যাপারে জানতে চাইবে , এগুলা এড়িয়ে যাবার দরকারটা কি? নাকি সিক্রেট পাস হয়ে যাবার ভয়ে কিছুই জানাতে চান না ফেসবুক এ কোন মেয়েকেই দেখলাম না - কোন ছেলে প্রেমের প্রস্তাব দিলে না করে দিতে না করবেন কিভাবে - করলে তো আর লুলামি করতে পারবেন না - তাই নানা অজুহাতে তাদের কে ঝুলিয়ে রাখেন। বেশীর ভাগই বন্ধুত্বের দোহাই দেন যেন ছেলেটার মেয়ে বন্ধুর অভাব পড়েছে তারপরও বলতে চান না, আমার পক্ষে সম্ভব না - Im Alredy In A Relationship উদাহরণ হতে পারে এইরকমঃ - মেয়েটি ছেলেটিকে ফোন করলো - এই তুমি কোথায়? জবাবে ছেলেটি উত্তর দেয়ঃ আমি একটু বাইরে সোনা ! বাসায় ফিরতে টাইম লাগবে। কি আর করা - এখন তো মেয়েটি কি না কি করবে ভেবে পায় না - উপরোক্ত স্ট্যাটাস গুলা প্রসব করবে - আর ছেলেদের ইনবক্সে লুতুপুতু গল্প করে টাইমটা পাস করে দিবে সিরিয়াসলি!! মেয়েরা পারেও বটে [ বিঃদ্রঃ কমেন্টার আমি ছিলাম না - আর সব মেয়ে এক না ]
Posted on: Sun, 16 Nov 2014 14:40:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015