সেদিন ভোরে বুকের গভীরে - TopicsExpress



          

সেদিন ভোরে বুকের গভীরে ...... শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরনা যন্ত্রে বাধা মন ছিল ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পুর্ণ‌তা আমার অনুভবে আর নয় আধার তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আজকে শুনি আনন্দধ্বনি পৃথিবী ভরেছে সুখের বেচেঁ থাকার মায়ায় শূণ্য আশার জীবন্ত ভাষায় অদুরে দেখেছি প্রাণের মোহনা যন্ত্রে বাধা মন ছিল ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পুর্ণ‌তা আমার অনুভবে আর নয় আধার তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে...... Thanks to Warfaze being with me...........
Posted on: Fri, 28 Nov 2014 04:38:24 +0000

Trending Topics



v>
casino night prize ideas

Recently Viewed Topics




© 2015