ঃঃঃ সাধারন - TopicsExpress



          

ঃঃঃ সাধারন জ্ঞানঃঃঃ১.বাঙ্গালি জাতিকে কি বলা হয় ?উঃ নিষাদ জাতি ।২.আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে?উঃ রোসাং বা রোসাঙ্গ নামে।৩.কবি আলাওল কোথায় জন্মগ্রহন করেন?উঃ ফতেহাবাদের জালালপুরে।৪.মাগন ঠাকুর কে ছিলেন?উঃ রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী।৫.“নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ? কে রচনা করেছেন?উঃ মরদন রচিত কাব্যগ্রন্থ।৬.কার আদেশে দৌলত কাজী ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা করেন?উঃ শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর উজির আশরাফ খানের আদেশে।৭.‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকে কাব্য?উঃ সপ্তদশ শতাব্দী।৮.সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত?উঃ হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’।৯.“পদ্মাবতী ’’ কে রচনা করেন ?উঃ মহাকবি আলাওল।১০.“পদ্মাবতী ’’ কোন জাতীয় রচনা?উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।→ একদিন এই POST গুলো আর আসবে না আপনার ওয়ালে!! না যদি নিয়মিত একটি লাইক না দেন।আসলে ফেসবুকে সবকিছু নির্ভর করে recent activates এর উপর।
Posted on: Sun, 21 Jul 2013 18:00:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015