সেনা-সমর্থিত সরকারের - TopicsExpress



          

সেনা-সমর্থিত সরকারের প্রতিবেদন: মুরসির এক বছরের শাসনামলে অর্থনীতিতে ব্যাপক সাফল্য আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কায়রো: অবশষে মিশরের ক্ষমতাচ্যুত প্রসিডেন্ট মোহাম্মদ মুরসির অর্থনৈতিক অর্জনকে স্বীকৃতি দিল সেনা-সমর্থিত অন্তবর্র্তী সরকার। মিশরের অর্থ মন্ত্রণালয়ের পেশ করা একটি মাসিক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মুরসির শাসনামলে প্রধানমন্ত্রী হিশাম কান্দিলের নেতৃত্বে অর্থনৈতিক নানা সূচকে যথেষ্ট প্রবৃদ্ধি ঘটেছিল। এ সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রপ্তানি আয় বেড়ে যায়, বেতনভাতাসহ বিভিন্ন খাতে বরাদ্ধ বিপুল পরিমাণ বৃদ্ধি করা হয়। সামাজিক কল্যাণ ও জ্বালানি তেলে ভাতা ও ভতুর্কি বিপুল পরিমাণ বৃদ্ধি করা হয়। অথচ মিশরের অর্থনীতিকে প্রেসিডেন্ট মুরসি ভুল পথে নিয়ে যাচ্ছেন অভিযোগ করে তার সরকারের বিরুদ্ধে কিছু সংখ্যক লোক বিক্ষোভ করেছিল। এর সূত্র ধরেই মূলত গত ৩ জুলাই মুরসিকে উৎখাত করা হয়। অথচ তিনি পুরো এক বছর সময়ও দায়িত্ব পালনের সুযোগ পাননি। প্রতিবেদনে বলা হয়, ২০১২-১৩ অর্থবছরের প্রথম নয় মাসে জিডিপিতে প্রবৃদ্ধি ঘটেছিলো শতকরা ২ দশমিক ৩ ভাগ যা ২০১১-১২ অর্থবছরে ছিল শতকরা ১ দশমিক ৮ ভাগ। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মুরসি তার শাসনামলে গত বছরের মে মাসে বাণিজ্য ঘাটতি ২৩ দশমিক শূন্য ৫ বিলিয়ন থেকে কমিয়ে ১৬ দশমিক ২১ বিলিয়নে এনেছিলেন। অর্থাৎ প্রেসিডেন্ট মুরসি বাণিজ্য ঘাটতি কমিয়েছিলেন শতকরা ২৯ দশমিক ৭ ভাগ। সামরিক সরকারের ওই প্রতিবেদনে বেতন-ভাতা বৃদ্ধির ব্যাপারে বলা হয়, ২০১২-১৩ অর্থবছরের বেতন-ভাতা বৃদ্ধি করে ৭ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড থেকে করা হয়েছিলো ৬০ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডে। প্রতিবেদনে বলা হয়, স্থায়ী বেতন ৩ দশমিক ৪ বিলিয়ন থেকে বৃদ্ধি করে করা হয়েছিলো ২৩ দশমিক ৩ বিলিয়ন মিশরীয় পাউন্ড। এ সময় সরকারি ভাতা ৫ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড থেকে বৃদ্ধি করে করা হয়েছিলো ১৭ বিলিয়ন পাউন্ডে। প্রতিবেদনে বলা হয়, মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি সামাজিক নিরাপত্তা ও পেনসন ফান্ড বৃদ্ধি করেছিলেন ১০ দশমিক শূন্য ২ বিলিয়ন মিশরীয় পাউন্ড। এতে বলা হয়, মিশরের রপ্তানির পরিমান ২০১৩ সালের মে মাসে এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ১ ভাগ বৃদ্ধি পেয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ১৬ দশমিক ৮৩ বিলিয়ন পাউন্ড। মুরসির শাসনামলে ভর্তুকি, ভাতা ও সামাজিক কল্যাণে ব্যয় বৃদ্ধি পায় ২৪ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড। এ সময় পেট্রোলিয়াম পণ্যে ভর্তুকি বৃদ্ধি করে ১২০ বিলিয়ন পাউন্ডে উন্নীত করা হয়। rtnn.net//newsdetail/detail/8/10/70453#.UjxdQxDPzIU
Posted on: Fri, 20 Sep 2013 15:42:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015