(সাব্বির হাসান) April 12 near - TopicsExpress



          

(সাব্বির হাসান) April 12 near Dhaka চলে যাচ্ছি দোস্ত ! একদম নেটওয়ার্কের বাইরে !! — traveling to Saint Martin. ---------- (Valo Sadhu Evan) April 12 দূরে চলে যাচ্ছি অনেক দূরে — feeling বুজতেছিনা. (সেন্টমার্টিনে ১৪ এপ্রিল মারা যাওয়া সাব্বির (নিখোঁজ দেহ) এবং ইভানের Status) হয়তো সাব্বির আর ইভান বুজতেই পেরেছিল তাদের মৃত্যুর সংকেত। এটা আর একটা Example যে সত্যিই মানুষ অনুভব করতে পারে মৃত্যুর আগে কিন্তু বলা সম্ভব না যে কখন, কোথায় মৃত্যু হবে । আর এভাবেই চলে গেল তাদের প্রাণ অতল স্রোতে । মহান আল্লাহ্‌ সবাইকে হেফাজত করুক। আমিন।
Posted on: Thu, 17 Apr 2014 17:44:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015