সারাজীবন কষ্ট করে - TopicsExpress



          

সারাজীবন কষ্ট করে পড়াশোনা করব আমি, খরচ করবে বাবা-মা, ইন্সপায়ার করবে বাবা-মা, আর বিয়ের পর আরেকজন ডিসিশন নেবে চাকরি করতে পারব কিনা.. what an irony! মেয়েরা সারাজীবনই একজনের হাত থেকে আরেকজনের হাতে ট্রান্সফার হয়..বাবার হাত থেকে স্বামীর হাতে, স্বামীর হাত থেকে ছেলের হাতে..কি জীবন!! কাঠের পুতুল আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? অন্যদের সেবাদাসী হয়ে থাকার জন্যেই আমাদের জন্ম..আমাদের কোনো ইচ্ছা,অনিচ্ছা থাকতে নেই..বুদ্ধি বিবেচনা থাকতে নেই..পান থেকে চুন খসলেই কঠোর শাস্তি.. আমি তসলিমা নাসরিনকে সমর্থন করিনা, শালীনতা বজায় রেখে রাস্তায় চলতে চাই..। আমি হেফাজতে ইসলামকেও সমর্থন করিনা, কারণ কারো পায়ের নিচে পিষ্ট হয়ে মরতে আমি রাজি নই..। শুধু চাই নিজের পায়ে দাঁড়াতে..মানুষের মত মানুষ হতে..যাতে আমার বাবা মাকে দেখে সবাই মনের অজান্তেই সম্মান করে...। আর স্বামী হিসাবে একজন বন্ধু চাই; শাসক নয়..। কোনো ভুল করলে যে আমাকে শাস্তি না দিয়ে শুধরে দেবে..পাশে থাকবে..। নারী স্বাধীনতা চাই.. তবে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা নয়...। --- পোস্ট: কানিজ অন্তরা
Posted on: Sat, 14 Jun 2014 08:05:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015