সারাবিশ্বের সংবাদে - TopicsExpress



          

সারাবিশ্বের সংবাদে বাংলাদেশের Nationwide Blackout হাইলাইটেড হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার নিউজ হেডলাইন স্পষ্টত বলে দিয়েছে ভারত- বাংলা পাওয়ার গ্রিড লিঙ্ক ফেইলর এর কারন। কি কারনে এই ফেইলিওর হল, বাংলাদেশে কেউ স্পষ্টভভাবে কিছু না জানাতে পারলেও একটা জিনিস হঠাৎ করেই পরিষ্কার হয়ে গেল, ভারত ছাড়া বাংলাদেশ অনেকটা অচল। হয়ত এই বিষয়টা ভারত সরকার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। ঠিক যেভাবে রাশিয়া ইউক্রেনে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেখিয়ে দিয়েছিল। আওয়ামী সরকারের ভারতপ্রীতি যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, এখন আঁচ করতে পারি। অবশ্য বর্তমানে শেখ হাসিনা চীন - জাপানের দিকে ঝুকে পড়েছেন। মমতা ব্যানারজী কে নিয়েও তিনি অসন্তুষ্ট ছিলেন, তার কথায় জানা গেছে। হয়ত এইজন্যই আমাদের উদ্দেশ্যে তাদের এই সতর্কবার্তা আসলে, দোষ আমাদের। আমরা নিজেরা ভারতের উপর ডিপেন্ডেন্ট। কুরবানীর পশু থেকে বাজারের পেয়াজ, হাসপাতাল থেকে টিভি সিরিয়াল : সবখানে ভারতপ্রীতি করে শুধু মুখে মুখে ভারত বিদ্বেষ দেখাই। অথচ নিজেরা পাওয়ার সেক্টর থেকে শুরু করে প্রায় কোন সেক্টরে স্বয়ং সম্পূর্ণ হওয়ার সামান্য চেষ্টাটুকুও করিনা। আমাদের এখনই সৌরবিদ্যুতের ওপর নির্ভরশীলতা বাড়ানো উচিত। পারমাণবিক বিদ্যুতকেন্দ্র আমাদের জন্য নয়। বরং তার থেকে অনেক কম খরচেই ঘরে ঘরে সোলার প্যানেল বসিয়ে ইলেক্ট্রিসিটি সাপ্লাই পাওয়া কঠিন হলেও অসম্ভব না।
Posted on: Sat, 01 Nov 2014 18:05:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015