সিলেটিদের টাকা আছে সেটা - TopicsExpress



          

সিলেটিদের টাকা আছে সেটা শুধু বাংলাদেশ কেন ?? ভারতের কলকাতা,মাদ্রাজ, ইংল্যান্ডের লন্ডন শহর, ব্রিকলেন, আমেরিকার অনেক শহরের মানুষদের এই কথা জানে। আর বাংলাদেশের যারা সিলেট বা সিলেটিদের ভালো লাগেনা তাদের উচিত সিলেট নিয়ে বাজে মন্তব্য না করা!! Yesterday অনেকের-ই প্রিয় অভিনেতা মশাররফ করিম অভিনীত আর টি ভি তে মানি ইজ নো প্রবলেম নাটকে সিলেটি ভাষায় কথা বলেছেন ,এতে তিনি বুঝিয়েছেন যে সিলেটিদের টাকা আছে ঠিক-ই কিন্তু সিলেটিরা ক্ষেত টাইপের ! আহা আরে ভাই আমরা কি ক্ষেত টাইপের ? চলে আসুন সিলেট। আমাদের শৌর্য-বীর্য,স্ট াইল,বংশ সব- ই আছে। এছাড়া আমাদের সুনাম বিশ্বের আনাচে কানাচে। সেজান সাহেব, আমাদের টাকা আছে, তাতে আপনার নাটক দিয়ে আমাদের কি বুঝাতে চেয়েছেন? আপনি বুঝিয়েছেন আমরা বিয়ের জন্যে কন্যা পাইনা ?? আরে ভাই আমাদের বিয়ে করার জন্যে হাজার হাজার নন- সিলেটি পাগ শুধু বংশ মিলে না দেখে বিয়ে করিনা!! আপনার পরিচালিত নাটকের তীব্র নিন্দা করছি, মনে রাখবেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বক্সার মুহম্মদ আলি সিলেট সম্পর্কে বলেছিলেন- আমেরিকার নাগরিকত্ব তুলে নিলে -ও আমার আর চিন্তা নেই, আমি মুগ্ধ হয়ে গেছি এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে কি সেজান সাহেব এবং মশাররফ করিম রেগে গেলেন না? আরে সিলেট নিয়ে আপনার গা জ্বলে কেন?? মানিক বন্দোপাধ্যায়, রবী ঠাকুর, জওহর লাল নেহেরু,মুহম্মদ আলি জিন্নাহ্ ,কাজী নজরুল ইসলাম,মাদার তেরেসারা-ও এই পূন্যভুমি সিলেট এবং সিলেটি মানুষ সম্পর্কে বাজে কথা বলেননি বরং তাঁরা করেছেন আর আপনারা তো হলেন এই দিনকার পরিচালক এবং অভিনেতা। সিলেট আমার জন্মভুমি তাই আমি গর্বিত তাই সিলেটি ভাষা নিয়ে নাটক করুন কিন্তু ঘৃণাভরে সিলেটিদের নিয়ে প্রহসন রচনা করবেননা!! COPY - MD mamun
Posted on: Sat, 19 Oct 2013 16:52:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015