সিলেটের ভাইদের কিছু - TopicsExpress



          

সিলেটের ভাইদের কিছু ব্যপার দেখে আমি বিষ্মিত হই! চৌষট্টি জেলার মধ্য সম্ভবত তাদেরই ইসলামের প্রতি টানটা একটু বেশী । শাবিপ্রবির একটি বিতর্ক অনুষ্ঠানের অডিও শুনেছিলাম । বিষয় ছিল "আমার দেশে আমিই সেরা" । নোয়াখালী, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও সিলেটের প্রতিযোগীদের মধ্য একমাত্র সিলেটের প্রতিযোগী ছিল হিন্দু । কিন্তু তিনি সিলেটের প্রশংসা করার সময় ঠিকই শাহজালাল (রাহ) এর গুণ গাইলেন!! দেখলাম নতুন একটা পত্রিকা বের হচ্ছে সিলেটে । নাম দিয়েছে "দৈনিক পূণ্যভূমি" । এটা অনেক পজিটিভ একটি দিক যে ইসলামী দলগুলোর সবচেয়ে ভাল অবস্থান সিলেটে । আরেকটা ব্যপার হলো হেতেরা যেখানেই যায় সেখানেই সিলেট আর সিলেট । সিলেটে হেন আছে তেন আছে । সিলেট পূণ্যভূমি, শাহজালালের দরগা, চা বাগান, জাফলং আরো কত কি! সিলেটের জামায়াত শিবিরের ভাইয়েরাও দেখি নিজেদেরকে সবসময়ই সেরা মনে করেন । অবশ্য কাজেও তারাই সেরা! মিছিল-মিটিংয়ে ধারাবাহিক পারফরমেন্সে তাদের তুলনা হয়না। আমার ফ্রেন্ড লিস্টের ম্যাক্সিমাম ভাই সম্ভবত সিলেটের । ফেসবুকেও দেখি সিলেটের জয় জয়কার! এইবার একটা হাঁছা কথা কৈ? আমার বাড়ি হইল সুনামগন্জে । অর্থাত সিলেটে! যদিও জন্ম থেকেই থাকি নেত্রকোণায় । সিলেট নিয়ে গর্ব করতে সত্যি ফিলিংসটা কঠিন লাগে! Alhamdulillah!!
Posted on: Mon, 30 Sep 2013 14:11:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015