সালাফী কিঃ- সালাফী শব্দ - TopicsExpress



          

সালাফী কিঃ- সালাফী শব্দ এসেছে সালাফে সলেহীন থেকে। সাহাবা থেকে শুরু করে তাবে-তাবেঈন পর্যন্ত যারা ছিল ।(৩ মুসলিম জেনারেশন ) যারা এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত তাদেরকে বা তাদের ঐ সময়কাল কে সালাফে সলেহীন বলে। অর্থাৎ যারা কোরআন ও সহী হাদীস সরাসরি মেনে চলে সাহাবা থেকে তাবে-তাবেঈনদের মত করে তাদেরকে সালাফী বলে। এর পর ৪০০ বছর পর থেকে মাযহাব সৃষ্টি হয়েছে। সালাফী তারা যারা অন্ধঅনুসরন করে না।
Posted on: Fri, 05 Jul 2013 13:40:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015