সিলেবাস এনালাইসিস ও - TopicsExpress



          

সিলেবাস এনালাইসিস ও গাইডলাইনঃ English Grammar: G) Composition: Names of parts of paragraphs/letters/applications এখানে ২টা জিনিসের কথা বলা হইছে: (১) ইংরেজী চিঠি/এপ্লিকেশানের বিভিন্ন অংশের নাম – এটা তো আমরা স্কুলে vii-viii এ পড়েছি। ওই ক্লাসের গ্রামার বইয়ে এখনো আছে। নিজে খাতায় লিখে ফেলতে পারেন। আর সহজ জিনিস, তাই নতুন যে বিসিএস গাইডগুলো বের হবে তাতে থাকবে। (২) parts of paragraphs: একটা প্যারাগ্রাফের কি কি অংশ থাকে সেটা। এটা নতুন সংযোজন মনে হচ্ছে। কিন্তু জিনিস সোজা। একাডেমিক রাইটিংয়ে একটা paragraph-এ ৩টা পার্ট থাকেঃ (i)Topic Sentence (ii) Body বা supporting sentence & (iii) Concluding Sentence আমি একটা উদাহরণ দেই। ধরুন, আমি একটা আর্টিকেল লিখছি – ‘Why Bangladeshi Peacekeepers are more reliable than the Pakistani peacekeepers? আসলে আমি থিসিস করছি শান্তিরক্ষায় বাংলাদেশের সাফল্য – অন্য দেশের সাথে আমাদের তুলনা নিয়ে। তাই এই উদাহরণটাই মাথায় আসল। যাই হোক, ধরুন এতে বাংলাদেশ যে ভাল, তার কয়েকটা ইস্যু খুঁজে পেলাম। এখন যেভাবে ইচ্ছা লিখলে সেটা একাডেমিক রাইটিং হবেনা। প্রতিটা ইস্যুর জন্য একটা করে paragraph লিখব। ধরি ১ম ইস্যু হল - বাংলাদেশের গণতান্ত্রিক ব্যাকগ্রাউন্ড আর পাকিস্থানের সামরিক শাসনের কারণে জাতিসংঘ বাংলাদেশকে প্রিফার করে। এই ইস্যুটা নিয়ে যে paragraph টা লিখব তাতে তিনটা অংশ থাকবে - (i)Topic Sentence (ii) Body বা supporting sentence (iii) Concluding Sentence. (i) এখানে Topic Sentence মানে প্রথম বাক্যে–এ শুধু ইস্যুটা বলব। মানে ‘main idea’ টা। এই বাক্যের মাধ্যমে নিশ্চিত হবে যে, এই paragraph টা কি নিয়ে লিখব। মানে এই topic sentence দিয়ে paragraph টাকে control করা হয়। যাতে অন্য বিষয় চলে না আসে। তাই topic sentence কে controlling sentence বা controlling idea বলা হয়। (ii) Topic Sentence এর পর কয়েকটা বাক্যে এই ইস্যুটিকে ডিটেইলস বলল। এই ডিটেইলস অংশকে বলে Body বা supporting sentence. এতে উদাহরণ, কোটেশান, কারণ, ডেটা (reasons, examples, statistics, facts, quotations) এসব থাকবে। (iii) আর সবশেষ বাক্যে আবার পুরো paragraph টাকে summarize করর। এজন্য শেষ বাক্যটিকে Concluding Sentence বা Concluding remark বলে। অব্যয় অনিন্দ্য (সুজন দেবনাথ) Assistant Secretary (on study leave) at Ministry of Foreign Affairs, Bangladesh Please like, comment or share it and give us feedback. Thanks for stay us. Posted by Admin Apurba Kumar
Posted on: Mon, 06 Oct 2014 08:32:36 +0000

Trending Topics



y" style="min-height:30px;">
If anyone in Montreal wants to buy a ticket for Rastafest in
7 of Todays Posts for TUESDAY, DECEMBER 30, 2014 from
As perseguições infernais começaram no tempo em que ele
*** VIP TIKET; KVOTA: 4,49, ZA HRABRIJE 6,92; SIGURNOST: 95%; 85;
ISRAEL VIBRATION WHY YOU SO CRAVEN ? (1981) Universal
New 2014 Autumn Class Timetable: Monday 9.30-10.30am - only two

Recently Viewed Topics




© 2015