সোহাগ গাজী এই - TopicsExpress



          

সোহাগ গাজী এই বাংলাদেশ টিম এর সবচাইতে দরিদ্র ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্দে ভালো পারফরম্যান্স এর কারনে এক টি ফ্ল্যাট পাওয়ার আগ পর্যন্ত তিনি থাকতেন তার মাকে নিয়ে একটি কুড়েঘরে। ১৪ বছর পর্যন্ত তার কোনো ব্যাট ছিল না, খেলতেন তাল গাছের ডাল কেটে বানানো ব্যাট দিয়ে । সেই থেকে শুরু, সেই সোহাগ গাজী আজকে টেস্ট ক্রিকেট এর ১৩৫ বছরের ইতিহাসে এক মাত্র ক্রিকেটার যিনি একই ম্যাচ এ অপরাজিত ১০১ রান এবং হ্যাটট্রিক করেছেন। #RESPECT
Posted on: Sun, 13 Oct 2013 13:25:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015