সায়েদী- মনটা অনেক ভালো। - TopicsExpress



          

সায়েদী- মনটা অনেক ভালো। কিছু মালপানির ব্যবস্থা করা যায় না?? জেলার- এত রাতে? আগে বলবেন না?? সায়েদী- খুশিতে আসলে মুখের ভাষা হারায় ফেলছিলাম, তাই আগে বলতে পারি নাই। এখন করা যায় না? জেলার- না, এখন সম্ভব না সায়েদী- দেখেন না চেষ্টা করে। আপনার লাইগা দোয়া করুম নে। স্পেশাল দোয়া। অনেক ফায়েদা হবে আখিরাতে জেলার- হবে না। কাল হরতাল ডাকছে আপনের চ্যালারা।রাস্তাঘাট সব বন্ধ। এখন চাইলেও কিছু আনা যাবে না সায়েদী- কিল মি। সামওয়ান কিল মি জেলার- নো কিলিং। অনলি কারাবাস সায়েদী- ???#৳%%?@
Posted on: Wed, 17 Sep 2014 19:19:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015