সকালে খবরের কাগজ খুলে - TopicsExpress



          

সকালে খবরের কাগজ খুলে রক্তের ছোপ আর নেতানেত্রীদের বাসি মুখ, পচা বুলি আর কুকীর্তির আড়ালে হারিয়েই থাকে মানুষের বেঁচে থাকার কথা, সেই বেঁচে-থাকাকে আরেকটু এগিয়ে দেন সেইসব মানুষদের কথা। তেমন একজন মানুষ, আমাদের বন্ধু অতনু দেব (শ্রী শাম্ব)। রামকৃষ্ণ মিশন বিশ্ববিদ্যালয় থেকে রুরাল ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা করছেন অতনু, কাজ করেছেন একাধিক স্বেচ্ছাসেবী সংস্থায়। যদিও এটাই তাঁর একমাত্র পরিচয় নয়; অতনু লেখক, শিল্পী, তথ্যচিত্রনির্মাতা। আমার সঙ্গে পরিচয়টা অবশ্য তাঁর গ্রামোন্নয়নের কাজের সূত্রেই। মাঝের সেতু এইকাজে আরেকজন নিবেদিতপ্রাণ মানুষ - পূর্ণাভ দাশগুপ্ত। এঁদের সঙ্গে পুরুলিয়ার কয়েকটি অঞ্চলে ঘুরে দেখেছি কীভাবে খরাপ্রবণ আদিবাসী গ্রামগুলোয় অল্প পুঁজি, আর প্রচুর উদ্ভাবনী শক্তির সাহায্যে এঁরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে কীভাবে ভৌম জলের সঞ্চয় ফেরাচ্ছেন, চাষের উন্নতি আর বনসৃজন করছেন, স্থানীয় প্রযুক্তির ব্যবহারে ঘরে ঘরে ধোঁয়াহীন উনুন বসাচ্ছেন। শহর থেকে দূরে জংলা গাঁ-ঘরে কষ্টকর, কখনও বিপজ্জনক, পরিস্থিতির ভেতর পড়ে থেকে হাসির চাষ করছেন এঁরা। এসব কাজের কথা কোথাও বিশেষ লেখা হয় না, সরকারি প্রকল্পেও আসে না, ক্বচিৎ একজন কৈলাস সত্যার্থীর ভাগ্যে শিকে ছিঁড়লে হয়তো চোখ কচলে ... এই ২০১৪ সালটা জাতিসঙ্ঘ চিহ্নিত করেছে আন্তর্জাতিক পরিবারকেন্দ্রিক কৃষিবর্ষ হিসেবে – International Year of Family Farming। অতনু লিখেছেন তার কথা, আমি শেয়ার করলাম। গান্ধীজি বলেছিলেন India lives in her villages. এখন বাস্তব হল, India dies in her villages! একদিকে “উন্নয়নের” নামে গ্রাম থেকে উৎপাটন, আরেকদিকে কৃষিতে বহুজাতিক পুঁজির আগ্রাসন – এই সাঁড়াশি চাপে গ্রামীণ পরিবারকেন্দ্রিক কৃষি বিলুপ্ত হতে বসেছে। লক্ষ লক্ষ গ্রাম খালি করে দিনমজুরির টানে শহরে আসছে সমর্থ নারী পুরুষ শিশু। শেষ জনগণনায় (Census 2011) কৃষকের অনুপাত যেভাবে কমেছে তা এর আগে ভারতবর্ষের ইতিহাসে কখনও হয়নি। আমাদের মতো দেশে এটা একটা অশনি সংকেত। Food and Agriculture Organisation of the United Nations (FAO) declared 2014 as the ‘International Year of Family Farming’. The major objectives behind it was ‘to raise the profile of family farming and smallholder farming by focusing world attention on its significant role in eradicating hunger and poverty, providing food security and nutrition, improving livelihoods, managing natural resources, protecting the environment, and achieving sustainable development, in particular in rural areas’. For centuries, the tribal groups of ‘Chotanagpur Plateau’ have stayed outside the realm of the developmental outputs because they reside in forests and hilly tracts. Tribes of this region have stayed in geographical isolation, have maintained their distinctive culture of farming, have sustained on subsistence family farms, and struggled to overcome poor socio-economic condition. On the other hand, the plateau of Jharkhand is popular for its mineral resources. Ever since Industries consider these people as the passive resources. They have been used as cheap labour sources. As a result their condition is in doldrums. Various studies reveals that the cases of severe hunger has been reduced in last few decades. Family farms are playing a vital role to ensure their food security. In FAO’s definition, family farming ‘includes all family-based agricultural activities, and it is linked to several areas of rural development. Family farming is a means of organizing agricultural, forestry, fisheries, pastoral and aquaculture production which is managed and operated by a family and predominantly reliant on family labour, including both women’s and men’s.’ Characterization of the farm resources and sustainability assessment of those farms are urgently needed, particularly in the context of natural resource management and socio-economic realities. LEISA India says, ‘Out of the 2.5 billion people in poor countries living directly from the food and agriculture sector, 1.5 billion people live in smallholder households, of which many are extremely poor, according to FAO. Smallholders, practicing agro-ecological approaches promote sustainable farming systems, using mainly family labour for production and using part of the produce for family consumption. Improving smallholder agricultural livelihoods is essential for achieving large scale poverty reduction and growth. Small holder farmers when supported with right incentives and opportunities, respond and innovate to produce more, sustainably’. ছবিগুলো অতনুর তোলা। লিঙ্কটা সরাসরি শেয়ার করা গেল না বলে এভাবে করতে হল।
Posted on: Fri, 21 Nov 2014 04:07:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015