সকালে ঘুম থেকে উঠলাম - TopicsExpress



          

সকালে ঘুম থেকে উঠলাম পৌনে দশটায়। হাত মুখ ধুয়ে নাস্তা খেতে গেলাম ঘরে আর TV টা On করলাম। দুইটা Channel Change করলাম। দেখি Asian TV Channel এ #ডরিমন হচ্ছে, শুরু হলো দেখা। নাস্তা খাওয়া হলে বিছানায় বসে দেখছি আর মজা লুটতেছি। অনুষ্ঠান শেষ :( এবার Try করলাম Hungama Channel এ দেখি এইখানে শুরু হলো #ডরিমন ব্যাস শুরু হয়ে গেল আবার.... আযান দিলো TV Off করে গোসলে গেলাম। ফিরে এসে আবার TV On.... দেখি পোকেমন হচ্ছে। দুপুরের খাওয়া আবার TV On..... দেখি ডরিমন হচ্ছে....... Feeling Excited....... চলল চারটা পর্যন্ত.........তারপর দিলাম ঘুম। উঠলাম সন্ধ্যায়। হায় হায় কলেজ, ব্যবহারিক ক্লাশ , প্রাইভেট, নামায কিচ্ছু খেয়াল নাই....... পুরায় মারা খাইলাম................
Posted on: Sun, 10 Aug 2014 15:47:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015