সকল মুজিব সৈনিকদের ‘THE TRUE - TopicsExpress



          

সকল মুজিব সৈনিকদের ‘THE TRUE POLITICS OF BANGLADESH’ গ্রুপ এর পক্ষ থেকে আমার সংগ্রামী সালাম ও মুজিবীয় শুভেচ্ছা রইলো। আজ থেকে ‘THE TRUE POLITICS OF BANGLADESH’ গ্রুপ সল্প পরিসরে যেখানেই স্বাধীনতার স্বপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার-অপপ্রচার এবং ইতিহাস বিকৃতি সেখানেই প্রতিরোধ করতে আমরা সর্বদা প্রস্তুত থাকবো। যদি কোথায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথবা আমাদের দলের যে কারো এডিট করা নোংরা ছবি কোন স্বাধীনতা বিরোধীদের আইডিতে দেখলেই তার আইডি লিংক আমাদের অ্যাডমিন প্যানেল এর যে কারো কাছে এস.এম.এস করে ইনবক্সে পাঠিয়ে দিবেন। লিংকে গিয়ে আমরা তার অ্যাকাউন্ট চেক করবো এবং যথাযথ ব্যবস্থা নেয়ার চেস্টা করবো। কিন্তু অন্যান্য গ্রুপের মত ঈর্ষাবশত কোনক্রমেই দলীয় কোন লোকের বিরুদ্ধে কোন অভিযোগ আমরা কখনই গ্রহন করবো না। পাশাপাশি বড় কোন ইতিহাস বিকৃতিকারী, বঙ্গবন্ধু বিদ্বেষী এবং অপপ্রচারকারী না হলেও কারও বিরুদ্ধে অভিযোগ আমরা বিবেচনায় নিবো না। যাই হোক, সকল মুজিব সৈনিকদের, অভিযোগকৃত প্রোফাইলে নিয়মিত রিপোর্ট করে দলের স্বার্থে এগিয়ে আসার জন্য বিশেষ অনুরোধ করা হল। অ্যাডমিনদ্বয় বিভিন্ন প্রোফাইল বা পেইজ রিপোর্টের জন্য বিস্তারিত নিয়ম অনুসারে সময়ে সময়ে পোস্ট দিবে আর আমরা সবাই সম্মিলিতভাবে ঐ পোস্টের নিয়ম অনুসারে রিপোর্ট করবো। ধন্যবাদ সকল মুজিব সৈনিকদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু !! অনুরোধক্রমে, অ্যাডমিন প্যানেল নাজিম আহমেদ Jalal Howlader Khurshad Alam THE TRUE POLITICS OF BANGLADESH
Posted on: Thu, 20 Nov 2014 14:39:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015