সখাতরে ওই কাদিছে সকলে - TopicsExpress



          

সখাতরে ওই কাদিছে সকলে শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রানে প্রানে মঙ্গলো বারোতা। খুদ্র আশা নিয়ে রয়েছে বাচিয়ে সদা এ ভাবোনা, জা কিছু পাই হারায়ে জায় , না মানে শান্তনা। সুখ আসে দিসে দিসে বেরায় এ কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা শন্ধা হয়ে আসে, কাদে তখন আকুলো মন কাপে তরাসে। কি হবে ওথি দ্রিশও পতি শান্তি কোথায় আছে? তোমারে দাও, আশা ফুরাও , তুমি এ সুখ আছে। :p
Posted on: Tue, 29 Oct 2013 15:29:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015