সখী, ভাবনা কাহারে বলে। - TopicsExpress



          

সখী, ভাবনা কাহারে বলে। সখী, যাতনা কাহারে বলে । তোমরা যে বলো দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’— সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় । সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস ? লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ । আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো । তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়— না জানে বেদন,না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোকসাগরে আকাশের তারা তেয়াগে কায়। আমার মতন সুখী কে আছে। আয় সখী, আয় আমার কাছে— সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ । প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা— একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।। English version: Translated by Anjan Ganguly What do you mean by Thought, my dear. What do you mean by Pain either. What is that you yell Love for, What the word Love means, Is it saturated with pain? Is that synonymous with tears or sigh of sufferings? It is surely a wonder, why it fascinates people. To my eyes everything is pleasing. All are youthful, all are free from filth. Blue sky, green parks, elaborate moonlight, tender blossoms – All alike myself. They lagh and sing all the time, Face certain death delightfully smiling. They know not sobs, neither fascinated to pains. Flowers fall apart giggling, moonlight vanish while smiling, Stars in the sky go out of vision in the ocean of light. Who is happier than me – Come O Darling, sooth your ears With the blissful songs of a happy person. You should be able to smile for a while amid routine sufferings. Let us all sing for a single day ignoring the melancholy. Audio: Kavita Krishnamurthy. https://youtube/watch?v=0CnN7PSAGGQ
Posted on: Wed, 24 Dec 2014 19:20:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015