সদ্য প্রকাশিত Secret … - TopicsExpress



          

সদ্য প্রকাশিত Secret … সিরিজের প্রথম বই , Secret -An outline on Forensic Medicine & Toxicology বইটির প্রকাশের অল্প কয়েকদিনের মাথায় একদিকে যেমন সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের Head of the department of Forensic Medicine & Toxicology এবং Ex- Head of the department of Forensic Medicine & Toxicology,MMC সহযোগী অধ্যাপক ডাঃ মঞ্জুরুল কাদের চৌধুরী স্যার, CBMCB এর সোহাগ স্যার, ঢাকা কমিউনি্টি মেডিকেল কলেজের বোরহান স্যার এই গাইডের ভূয়সী প্রশংসা করেছেন অন্যদিকে তেমনি কতিপয় উদবিগ্ন এবং সন্দিগ্ধ জনতা বইটির বিরুদ্ধে নকলের অভিযোগ তুলেছেন … স্বাভাবিক ভাবে বইটির নামে এমন অমূলক এবং ভিত্তিহীন কথার খন্ডন প্রসঙ্গে কিছু কথা না বললে মিথ্যাকে মেনে নেয়া হবে … আমাদের বইটির অনন্য বৈশিষ্ট্যসমূহ : ১। প্রথম বারের মত আমাদের গাইড বইতে ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত সকল মেডিকেল কলেজের box question এর সম্পূর্ণ সমাধান দেয়া হয়েছে। ২। প্রথম আমাদের গাইড বইতেই প্রশ্নোত্তর সহ OSPE এবং colour atlas সংযুক্ত করা হয়েছে। ৩।Reference বইতে অনেক প্রশ্নের উত্তর এক্সামিনারগণ অপর্যাপ্ত অসম্পূর্ণ মনে করেন। সেসব প্রশ্নের উত্তর এক্সামিনারদের প্রত্যাশা অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন , pregnancy এর definition , কি কি viscera preserve করতে হবে etc. এসব প্রশ্নের উত্তর Forensic Medicine এর সাথে সংশ্লিষ্টতা , অভিজ্ঞতা ও পর্যাপ্ত ফরেন্সিক জ্ঞানের অভাবে অন্যান্য গাইড বইগুলোতে রেফারেন্স বইগুলো থেকে copy paste করতেই দেখা গেছে। ৪। বাজারের অন্য গাইড গুলোতে রেফারেন্স এবং উত্তরের মাঝে অসামঞ্জস্য থাকলেও শুধু আমাদের বইতেই রেফারেন্স কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে । আমাদের বই এর যা কিছু নকল : ১। হ্যাঁ, আমরা নকল করেছি । আমাদের গাইডটি ১০%, ২০% এর ধার না ধেরে পুরো ১০০% Reddy ,Nandy, Dikshit &অন্যান্য রেফারেন্স বই সহ লেকচার থেকে নকল করা হয়েছে। অবশ্য Reddy, Nandy যদি কোন গাইড বই থেকে নকল করে লেখা হয়ে থাকে তাহলে আমরাও সেই গাইড বই থেকে পরোক্ষভাবে নকল করেছি। ২। হ্যাঁ, আমরা বিভিন্ন সনের প্রফেশনাল পরীক্ষার রিটেন প্রশ্নের পাশে সঠিক সন সংগ্রহ করে লিখে নকল করেছি। ৩। গাইডের প্যাটার্ন , সিকোয়েন্স নকল করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজের আইটেম কার্ড ও Reddy এর সিকোয়েন্স এর সাথে সংগতি রেখে। শেষ কিছু কথা : ইতিহাস সাক্ষ্য দেয় পূর্ববর্তী অনেক গাইড তাদের অগ্রজ গাইড লেখকের বই নকলের অভিযোগে অভিযুক্ত । সেসব কথা এত দ্রুত ভুলে গেলে কিভাবে হবে ? আমরা তুচ্ছ মানুষ। হোমরা চোমরা দের সাথে বিবাদে জড়ানোর শক্তি ,সাহস তো নেইই উপরন্তু ইচ্ছা আর রুচি বিন্দুমাত্র নেই। কারণ আমরা a big jokes তো করিই না a big joke ও করি না। রুচিতে আমাদের বড্ড শুচিবায়ু। with- Roman Al Mamun
Posted on: Mon, 17 Nov 2014 18:51:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015