সবাইকে নতুন বছরের - TopicsExpress



          

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা :-) শুরু হয়ে গেছে নতুন বছর । আর প্রতি বছরের মতো এবারও বছর শুরু হওয়ার সাথে সাথে অপেক্ষার প্রহর গুনছি হলিউডে নির্মিত ভালো কিছু মুভির । আগেই বলে রাখি... এই লিস্টটা শুধুমাত্র আমার বিবেচনায় করেছি । কারন, অ্যাভেঞ্জারস-ট্যাভেঞ্জারস-সুপারহিরো টাইপ মুভির চেয়ে বস স্পিলবার্গ কিংবা মার্টিন স্করসিসের আপকামিং মুভির প্রতিই আগ্রহ বেশী আমার । এবং আশা করি, আমার মতো হয়তো আরো অনেকেই আছেন :-) বকবক না করে এবার কাজের কথায় আসি ! শুরু করা যাক লিস্ট... মুভি মিশন - ২০১৫ (হলিউড) :-) ১. স্টিভেন স্পিলবার্গের St. James Place (2015) পরিচালনায় ফিরছেন বস স্পিলবার্গ :-) এতে মূল চরিত্রে অভিনয় করছেন আরেক বস অভিনেতা Tom Hanks :-) গল্প আবর্তিত হয়েছে ১৯৬০ সালে ঘটা সোভিয়েত এয়ার ডিফেন্স ফোর্স এবং ইউএস এয়ার ফোর্স -এর মধ্যকার চলাকালীন কোল্ড ওয়ারের একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে । মুভিটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে Coen Brother খ্যাত Joel Coen, Ethan Coen এবং Matt Charman... এবং সঙ্গীত পরিচালনা করছেন John Williams :-) মুভিটি রিলিজ হবেঃ ১৬ই অক্টোবর ২. মার্টিন স্করসিসের Silence (2015) ২০১৩ -এর The Wolf of Wall Street এর পর আবারও পরিচালনায় ফিরছেন Martin Scorsese :-) মূল চরিত্রে অভিনয় করছেন Liam Neeson এবং নতুন স্পাইডার-ম্যান Andrew Garfield. Drama-History ঘরানার Shûsaku Endô -এর লেখা উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লিখছেন Jay Cocks. মুভিটি বছরের কোন সময়ে রিলিজ হতে পারে, এ ব্যাপারে তেমন কিছু জানা যায় নি । ৩. ডিক্যাপ্রিও পর্দায় ফিরছেন The Revenant (2015) নিয়ে The Wolf of Wall Street -এর জন্য অস্কার না পাওয়ার দুঃখ ভুলে আবারও পর্দা কাঁপাতে আসছেন Leonardo DiCaprio :-) ডিক্যাপ্রিওর অন্ধ ভক্তদের জন্য (বিশেষ করে আমি :-D ) এটা যে কত বড় আনন্দের খবর... তা বলার মতো নয় একেবারে ! :-) আমেরিকার বিখ্যাত ফ্রন্টিয়ারস-ম্যান Hugh Glass এর জীবনী নিয়ে নির্মিত এই ওয়েস্টার্ন-থ্রিলার মুভিটি পরিচালনা করছেন The Birdman (2014) খ্যাত Alejandro González Iñárritu ! ডিক্যাপ্রিওর সাথে আরো আছেন Tom Hardy এবং Will Poulter. মুভিটি রিলিজ হবে এবছরের ক্রিসমাস অর্থাৎ ২৫শে ডিসেম্বর । ৪. কোয়েন্টিন টারান্টিনোর দশম এবং শেষ (ঘোষিত) মুভি The Hateful Eight (2015) আগেই ঘোষনা দিয়েছিলেন, দশম অর্থাৎ The Hateful Eight-ই হবে তার শেষ চলচ্চিত্র ! :-( মনে মনে অবশ্যই চাইবো টারান্টিনো যেন তার সিদ্ধান্ত বদলায় ! নন-লিনিয়ার স্টোরিলাইন এবং neo-noir জেনারের অন্যতম রুপকার টারান্টিনোর আরো অনেক সৃজনশীল মুভি উপহার দেয়া উচিত ! :-) যাই হোক, আমেরিকান ওয়েস্টার্ন এই মুভিটিতে অভিনয় করছেন Samuel L. Jackson, Channing Tatum. মুভিটি রিলিজ হবে ডিসেম্বরে । ৫. আসছে ক্রিশ্চিয়ান বেল-কেট ব্লানচেট-নাটালি পোর্টম্যানের Knight of Cups (2015) রিডলী স্কটের Exodus -এর পর এবছরের ফেব্রুয়ারিতেই আবারও পর্দায় ফিরছেন বস Christian Bale :-) আরো আছেন Cate Blanchett এবং আমার Natalie Portman :* :-D Drama জেনারের এ মুভিটি পরিচালনা করছেন Terrence Malick রিলিজ হচ্ছে এই ফেব্রুয়ারি তে :-) ৬. খুব তাড়াতাড়িই পরিচালনায় ফিরছেন Ridley Scott... মুভির নাম The Martian (2015) Andy Weir -এর লেখা উপন্যাস The Martian অবলম্বনে সায়েন্স ফিকশনধর্মী মুভিটিতে মূল চরিত্রে অভিনয় করছেন Matt Damon এবং Jessica Chastain. Exodus -এর পর বেশ তাড়াতাড়িই পরিচালনায় ফিরছেন Ridley Scott :-) মুভিটি রিলিজ হবে ২৫শে নভেম্বর । ৭. জনি ডেপ ফিরছেন Black Mass (2015) নিয়ে Transcendence (2014) এবং Into the Woods (2014) -এর পর আবারও পর্দায় Johnny Depp :-) মুভিটি পরিচালনা করছেন Scott Cooper. জনি ডেপের সাথে আরো আছেন Kavin Bacon এবং শার্লক হোমস-খ্যাত Benedict Cumberbatch. ২০০১ সালে প্রকাশিত হওয়া একই নামের উপন্যাস অবলম্বনে crime-drama জেনারের এই মুভিটি রিলিজ হবে সেপ্টেম্বরের ১৮ তারিখ :-) এই ছিলো আমার মোটামুটি লিস্ট :-) খুবই প্রিয় কয়েকজন অভিনেতা এবং পরিচালকদের এই মুভিগুলোর অপেক্ষায় আমাকে থাকতেই হবে :-D আর এখন আপাতত ক্রিস্টোফার নোলানের Intersteller (2014) -এর ব্লু-রের অপেক্ষায় আছি -_- :( ভালো থাকবেন সবাই... হ্যাপি ওয়াচিং :-)
Posted on: Fri, 02 Jan 2015 11:07:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015