সব ডাক্তারই কি কসাই? নাকি - TopicsExpress



          

সব ডাক্তারই কি কসাই? নাকি কেউ কেউ কসাই??????? আউটডোর এ পেসেন্ট দেখতে বসেছেন আমাদের ENT র রেজিস্টার.......। বাইরে অনেক রোগীর ভিড়। CA, ইন্টারনি সবাই ছুটিতে। তাই এতো রোগী স্যার এর একার পক্ষে সামলানো অনেক মুশকিল হয়ে পড়েছে। তবুও দায়িত্ব এড়াবেন ক করে? রোগীতো দেখতেই হবে। তাই মামা কে দিয়ে ডেকে নিলেন ওই দিনের প্রথম আউটডোর রোগী এমদাদ কে। জীর্ণ - শীর্ণ শরীর,পড়নে ছেড়া জামা আর লুঙ্গি।মুখ দেখেই মনে হচ্ছে খুব দুশ্চিন্তাগ্রস্থ । কপালে গড়ানো বিন্দু বিন্দু ঘাম মুছছিল কিছুক্ষন পর পর তার কাঁধে ঝোলান ময়লা , রং চটা গামছা টা দিয়ে। ডাঃ - আসেন , বসেন।। কি সমস্যা আপনার?? কোথায় কষ্ট?? এমদাদঃ একটু অপ্রস্তুত হয়ে- স্যার , আমার শ্বাস লইতে কষ্ট হয়। মাথা ঘুরায়। সব সময় মনে হয়, বাম নাক টা বন্ধ। মাঝে মাঝে বাম নাক দিয়া রক্তও পরে। ............ ডাঃ- হুম......দেখি ? বলে হাতে টর্চ নিয়ে ইন্সফেক্সন শুরু করলেন ডাক্তার। দেখতে দেখতে বললেন, কি করেন আপনি?? এমদাদঃ রিক্সা চালাই স্যার। ডাঃ- আপনার ডান নাকে একটা টিউমার হইছে। ওইটা দিয়াই রক্ত পরে মাঝে মাঝে । আর ওইটার জন্যই আপনের নাক আটকা আটকা লাগে। বুঝচ্ছেন?? ডাক্তারের কথা শুনে রিক্সাওয়ালা এমদাদ এর মাথায় যেন বাজ পড়ল। সে বলল, এখন কি করবো স্যার?? ডাঃ- আপনের একটা অপারেশন করতে হইব। এমদাদঃ অপারেশন?? ওষুধ খাইলে ভালো হইব না ডাক্তার সাব? ডাঃ- হয়তো এখন সুস্থ হইবেন। পরে কিন্তু টিউমার আরও বড় হইব। তখন কি করবেন?? এখন ই কইরা রাখা ভালো। এমদাদঃ কয় টাকা লাগবে স্যার?? আমি তো রিক্সা চালাই। অপারেশন এর পর কি কাম -কাইজ কইরা খাইতে পারুম?? ডাঃ- একটু চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে কি যেন ভাবলেন। তারপর বললেন, আপনারে একটা হাসপাতালের ঠিকানা লিখা দিতেছি। আজকে বিকালে এসে ঐখানে আমার সাথে দেখা করবেন। ঠিক আছে? ....................................... পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষন আমি নিজে সব কিছু দেখছিলাম। স্যার কে আমাদের ব্যাচ এর সবাই অনেক ভালোবাসে ও শ্রদ্ধা করে।কিন্তু হঠাৎ করে রিক্সাওালা এমদাদ কে মেডিকেল কলেজে অপারেশন না করতে বলে অন্য প্রাইভেট ক্লিনিক এর ঠিকানা দিলেন কেন বুঝলাম না। মনে মনে ভয় পাচ্ছিলাম, স্যার ও কি তাহলে তথা - কথিত কসাই ডাক্তার দের মতো সামান্য রিক্সাওালা এমদাদ এর রক্ত চুষতে জাচ্ছেন??শ্রদ্ধা আর ভালোবাসা এক মুহূর্তের জন্য কেন জানি না প্রশ্নবিদ্ধ হয়ে পরেছিল। কিন্তু কিছুক্ষন পরেই আমি আমার উত্তর পেয়ে গেলাম। এমদাদঃ স্যার?? অপারেশন করতে তো অনেকটাকা লাগব। আমি রিক্সাচালাই। অত টাকা কই পামু?? আমারে খালি ওষুধ দেন। ডাঃ- সমস্যা নাই। আপনার কোন টাকা দেওন লাগব না। শুধু ওষুধের দাম টা দিয়েন যদি পারেন। যান, টেনশন করবেন না। ভালো হইয়া যাইবেন। বলে মামা কে বললেন, এই পরের রোগী ডাকো। এমদাদ একটা তৃপ্তির হাসি হেসে চেয়ার ছেড়ে উঠে চলে গেল। .............................. পুরো ব্যাপার টা চোখের সামনে দেখে আমি হতবাক হয়ে গেলাম। ...... স্যার এতো বড় একটা মানবিক কাজ করলেন অথচ কতোটা নির্লিপ্ত । ........................ ওনার এর মতো হয়তো এমন ডাক্তার দিনের পর দিন অবিরাম মানবতার সেবা করে জাচ্ছেন। কিন্তু দুই একজন ডাক্তারের অমানুষের মতো আচরনের জন্য যখন সমগ্র ডাক্তার সমাজ কে গালি খেতে হয়, তখন মনে হয় ......... জুতা মারি ওইসব ডাক্তারের গালে যাদের জন্য সমগ্র ডাক্তার সমাজ কলুষিত হচ্ছে আর জুতা মারি সেইসব শিক্ষিত পাঁঠাদের গালে যারা দুই এক জন ডাক্তারের দোষ, সমগ্র ডাক্তার কমুনিটির ওপরে চাপিয়ে আমাদের কসাই বলে গালি দেয়। শঙ্খময় ঘোষ। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ।
Posted on: Mon, 30 Sep 2013 11:02:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015