সবার আগে HSC পরীক্ষার - TopicsExpress



          

সবার আগে HSC পরীক্ষার রেজাল্ট পাওয়ার উপায়→ কাল 13 August প্রকাশিত হচ্ছে HSC-2014 এর রেজাল্ট। সাধারণ নিয়মে পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে →educationboardresults.gov.bd ওয়েব সাইটে ওয়েব সাইটে। কিন্তু একই সাথে অনেকের ব্যবহারের কারণে এ সাইটে প্রচন্ড চাপ পড়ে, ফলে ফলাফল দেখতে বেশ বেগ পেতে হয়। তাই সবার সাথে লড়াই না করে চেষ্টা করুন বিকল্প কোন পদ্ধতিতে। এটি চেষ্টা করবেন ১৩ তারিখ সকাল ৯টা থেকে, ইনসাল্লাহ কাজ করবে। তবে ওয়েবসাইট এ দুপুর ২টার কথা বললেও আপনি ১১ টা-১২ টার মধ্যে সমস্ত রেজাল্ট পেতে যাবেন আশা করি। তবে অবশ্যি নেট কানেকশন ভালো স্পিডি থাকতে হবে। আর চেষ্টা করবেন ভাল কোন ব্রাওজার দিয়ে কাজ করার। যেমন: firefox, chrome, tor, interner explorer, UC __________________________ __________________________ পদ্ধতি-১: Go to this Link:::: archive.educationboard.gov.bd/ উপরের সাইট বিজি থাকলে নিচের লিংকে যান— result.webcarezone/ এক্সামিনেশনের ঘরে এইচএসসি সিলেক্ট করুন, বোর্ড সিলেক্ট করুন, আপনার রোল লিখুন এবং সাবমিট এ ক্লিক করুন _________________________ __________________________ পদ্ধতি-২: সাধারণ পদ্ধতি, educationbo ardresults.gov.bd যেভাবে সবাই চেষ্টা করে তবে আপনি কোন প্রক্সি সার্ভার ব্যবহার করে দেখতে পারেন। আমরা আপনাকে পরামর্শ দেবো টর ব্রাউজার ব্যবহার করার জন্য। অথবা কয়েকটি স্পিডি প্রক্সি সাইডের সাহায্য নিয়ে এই সাইটে যেতে পারেন: যেমন: hideipproxy/ kproxy/ hideme.be/ উপরের তিনটার যেকোন একটা লিংকে গিয়ে দেখবেন address লিখার ফাকা বক্স আছে, সেখানে educationboardresults.gov.bd লিখে গো দিন। __________________________ __________________________ পদ্ধতি-৩: Android ফোন থাকলে নিচের লিংক থেকে এপ্সটি ডাওনলোড করে দেখতে পারেন: is.gd/HSC_Results_by_Roni __________________________ __________________________ পদ্ধতি-৪: Go to this link:::: mail.educationboard.gov.bd/web যেকোন প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে যেকোন কলেজের সম্পূর্ণ রেজাল্ট দেখুন। প্রথম বক্সে dha (আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর) + কলেজের EIIN [email protected] লিখুন, অর্থাৎ, [email protected] নিচের বক্সে শুধু আপনার কলেজের EIIN লিখুন অর্থাৎ. 112233 লিখুন ( এখানে 112233 এর পরিবর্তে আপনার কলেজের EIIN লিখুন), টাইপ অব রেজাল্ট এর ঘরে এইচএসসি সিলেক্ট করুন। Login এ ক্লিক করুন ডাউনলোড হয়ে যাবে আপনার রেজাল্ট।ডাউনলোড হওয়ার পর ★ PC থেকে দ্রুত রেজাল্ট দেখতে Ctrl +F চাপুন এবং বক্সে Roll লিখে এন্টার চাপুন। ★ আর স্মার্ট ফোনে ভাল একটা viewer দিয়ে দেখুন † যেকোন কলেজের EIIN নম্বর জানতে banbeis.gov.bd/banbeis2/ indexeiin.php লিংকে ক্লিক করুন __________________________ __________________________ পদ্ধতি ৫: সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে যে কোন মোবাইলের মাধ্যমে SMS করে আপনার রেজাল্ট জানতে পারেন। SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে প্রথমে মেসেজ অপশনে গিয়ে HSC টাইপ করে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস দিয়ে রোল নাম্বার, স্পেস দিয়ে শিক্ষাবর্ষ টাইপ করে 16222 নম্বরে সেন্ড কর HSC Board Roll Year অর্থাৎ HSC DHA 112233 2014 send to— 16222 __________________________ আর কোনভাবেই সম্ভব না হলে আপনার কলেজতো আছেই!!! কলেজের বোর্ড থেকে রেজাল্ট দেখা, বন্ধুদের সাথে হৈ হুল্লুরের মজাই আলাদা। পরিশেষে, শুভকামনা সবার জন্য →#এস_এম_আদনান ।
Posted on: Tue, 12 Aug 2014 09:16:59 +0000

Recently Viewed Topics




© 2015