সবকিছুরই একটা নিদিষ্ট - TopicsExpress



          

সবকিছুরই একটা নিদিষ্ট মাত্রা আছে। আজ বুঝলাম ভালোবাসার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। কাউকে ভালবাসলে এমনভাবে ভালবাসবেন যেন সে চলে যেতে চাইলে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিতে না হয়। ভালোবাসার মানুষকে যতটুকু ভালোবাসা যায়, ঠিক ততটুকুই ভালবেসেছি আমি। হয়তো এতোটা ভালোবাসা তোমার ভালো লাগেনি। আমি আজ হার মানলাম। হয়তো একটাই হয়তো ভুল ছিল আমার, আমি তোমাকে আমার মতো করে ভালবাসতে চেয়েছিলাম। কিন্তু আমি বুঝিনি এভাবে ভালবাসতে যেয়ে তোমাকে একটা খাঁচাই বন্দী করে ফেলেছিলাম। কবি গুরু হয়তো মদ খেয়ে মাতাল হয়ে বলেছিলেন- তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে তবে সে তোমার। আর যদি ফিরে না আসে তবে সে কোনদিনই তোমার ছিলনা, থাকবেও না। আমি কবি গুরুর মতো অতো উদার না আজ মাতালও হয়নি যে তোমাকে মুক্ত করে দেখবো তুমি ফিরে আসো কিনা। কবি গুরু হয়তো ভুলে গিয়েছিলেন ভালোবাসাটা কোন জোয়া খেলা না। তাই আজ তোমাকে মুক্তি দিলাম একেবারেই সত্ত্ব ত্যাগ করে। ফিরে আসলেও আগের এই আমাকে আর পাবেনা। যদি সত্যিই ভালবাসতে তবে এই বুকের খাঁচাতেই সারাজীবন থাকতে চাইতে। কখনো চলে যেতে না। সবশেষে একটা কথাই বলবো, যেখানে আর যেভাবেই থেকো ভালো থেকো। তোমার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে যেন তুমি আপন করে পাও। শুভ কামনা রইলো তোমার নতুন একটা জীবনের।
Posted on: Wed, 26 Nov 2014 15:13:14 +0000

Trending Topics



px;">
Single 1 20:45 Srbija - Hrvatska 2 (3.00) KRATKO
I sincerely wish that, the script-writers and the storyboard
.com/Network-Marketing-or-MLM-Compensation-is-a-very-simple-effective-topic-10204880108978043">Network Marketing or MLM Compensation is a very simple, effective

Recently Viewed Topics




© 2015