সমানে সমানে বন্ধুত্ব হত - TopicsExpress



          

সমানে সমানে বন্ধুত্ব হত পারে তবে প্রেম নয়। যদি সমানে সমানে বয়সে প্রেমে জড়িয়ে পরেন তবে এক সময় অনেক সমস্যাই দেখা যায়। তাই কেউ সমবয়সী প্রেমকে প্রাধান্য দেয় না। তবে আমাদের দেশে এই ধরণের ভালোবাসার মাখামাখিই একটু বেশি। আপনার বয়স যদি বিশ হয় একই বয়সের মেয়ের সাথে প্রেম করলে কি হবে তা আগে জেনে পরে সম বয়সীদের সাথে প্রেমে জড়ান। সমবয়সী একটা ছেলে এবং একটা মেয়ের রিলেশন কখনও সম্ভব নয়। জোর করে করলেও এট বেশী দিন স্হায়ী হয় না। এর যে কয়টি কারণ মূখ্য হিসেবে দেখা যায় তা হলো…. ১. একটা মেয়ে দশম শ্রেণীতে থাকা অবস্হায় যখন মানসপটে কাউকে কল্পনা করে তখন একটা ছেলে পাড়ার মাঠে ক্রিকেট ম্যাচ কিভাবে জিতা যায় সেই চিন্তায় ব্যস্ত। ২. মেয়েটা যখন দ্বাদশ শ্রেণীতে তখন একটা সুন্দর প্রেমিক আশা করে তখন একটা ছেলে চিন্তিত পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়া নিয়ে। আর ফাঁক পেলে একটু দুষ্টোমি করা নিয়ে যা মোটেও প্রেম নয় শুধুই মজা। ৩. ভার্সিটি লাইফে মেয়েটা যখন প্রতিষ্ঠিত স্বামীর খোঁজ নেয় নেয় একটা ছেলে তখন ব্যস্ত প্রতিষ্ঠিত হওয়া নিয়ে। ৪. অবশেষে ছেলেটি যখন সব ব্যস্ততা অতিক্রম করে এক বউ খোঁজায় মন দেয় তখন মেয়েটি তিন সন্তানের জননী। এবার আপনিই খুঁজে নিন এবং বুঝে প্রেম করুন। কি করছেন? প্রেমের নামে দুঃখকে স্বাগতম জানাচ্ছেন নাকি নিজের জীবনকে অজানায় ঠেলে দিচ্ছেন। সংগ্রহঃ মোঃ নাজমুল হোসেন
Posted on: Tue, 12 Nov 2013 07:05:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015