সমবয়সী অথবা প্রায় - TopicsExpress



          

সমবয়সী অথবা প্রায় সমবয়সি একটা ছেলে এবং একটা মেয়ের রিলেশন কখনও সম্ভব নয়।জোর করে করলেও এট বেশী দিন স্হায়ী হয় না।কারণ: #১ একটা মেয়ে দশম শ্রেণীতে থাকা অবস্হায় যখন মানসপটে কাউকে কল্পনা করে তখন একটা ছেলে পাড়ার মাঠে ক্রিকেট ম্যাচ কিভাবে জিতা যায় সেই চিন্তায় ব্যস্ত #২ মেয়েটা যখন দ্বাদশ শ্রেণীতে তখন একটা সুন্দর প্রেমিক আশা করে তখন একটা ছেলে চিন্তিত পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়া নিয়ে। #৩ ভার্সিটি লাইফে মেয়েটা যখন প্রতিষ্ঠিত স্বামীর খোঁজে একটা ছেলে তখন ব্যস্ত একটা প্রতিষ্ঠিত হওয়া নিয়ে। #৪ অবশেষে ছেলেটি যখন সব ব্যস্ততা অতিক্রম করে এক বউ খোঁজায় মন দেয় তখন মেয়েটি তিন সন্তানের জননী। [বিঃদ্রঃ এটা কল্পনার রাজ্যে বাসকরা ছেলেদের জন্য না। আমার মত যারা কল্পনার রাজ্যে প্রবেশ করতে পারে না,যাদেরকে বাস্তবতা সব থেকে ঘিরে রাখে এটা তাদের জন্য] ~
Posted on: Wed, 25 Sep 2013 04:00:21 +0000

Recently Viewed Topics




© 2015